
ছবি: সংগৃহীত
প্যারিসের উত্তরে সেন্ট-ডেনি উপশহরে ট্র্যাক মেরামতের কাজ চলাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ১,০০০ পাউন্ড ওজনের অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে, যার ফলে গ্যা দু ন স্টেশনে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বোমাটি ভোর ৩:৩০টায় মাটির ছয় ফুট নিচে পাওয়া যায়। এটি তিন ফুট লম্বা এবং এতে ৪০০ পাউন্ডের বেশি বিস্ফোরক রয়েছে। নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বড় পরিসরে কাজ শুরু হয়।
উচ্চ-গতির ট্রেন এবং ইউরোস্টার পরিষেবা বন্ধ থাকায় লন্ডন, ব্রাসেলস এবং আমস্টারডামের যাত্রীরা বিপাকে পড়েন। ফরাসি রেল কোম্পানি জানায়, এলাকাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিধ্বস্ত স্থানগুলোর মধ্যে অন্যতম।
পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, বোমা সরানোর জন্য সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দিনের বেশিরভাগ সময় ট্রেন চলাচল ব্যাহত থাকবে।
আবীর