
.
অস্ট্রেলিয়ার একটি শহরের আকাশে এক সন্ধ্যায় হঠাৎ করে দেখা দেয় গোলাপি আভা। বুধবার স্থানীয় বাসিন্দা ট্যামি সজোমোভস্কি সেই আভা দেখে অবাক হয়ে ভেবেছিলেন হয়ত কোন অলৌকিক দৃশ্য দেখছেন তিনি। পরে জানা যায়, এই আলোর আভা ছড়াচ্ছে এক গাঁজার খামার থেকে। উত্তরাঞ্চলীয় ভিক্টোরিয়া প্রদেশের মিলডুরা শহরে বাইরে অবস্থিত এই খামার। স্থানীয় আরেক বাসিন্দা নিকিয়া চ্যাম্পিয়ন প্রথমে ভেবেছিলেন এটা উজ্জ্বল লাল চাঁদ। তবে পরে বুঝতে পারেন আলো ছড়াচ্ছে মাটি থেকে। -বিবিসি