বিধ্বস্ত বিমান
বিমান বিধ্বস্ত হয়ে প্যারাগুয়ের সংসদ সদস্য (এমপি) ওয়াল্টার হার্মসসহ চারজন নিহত হয়েছেন। ওয়াল্টার হার্মস দেশটির ক্ষমতাসীন কলোরাডো দলের একজন এমপি ছিলেন। শনিবার প্যারাগুয়ের রাজধানী আসানসিয়ন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাতে জানা গেছে, বিমানটি আকাশে উড্ডয়নের সময় একটি গাছের সাথে ধাক্কা খায়, পরে উড্ডয়নের কিছু সময় পর বিদ্ধস্ত হয়ে মাটিতে পড়ে আগুন ধরে যায়।
ওয়াল্টার হার্মসের নিহতের খবরে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা সামাজিক মাধ্যম এক্সে বলেছেন, আমাদের সহকর্মী, বন্ধু ও স্বপ্নবাজ ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
এবি