ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

বৈষ্টমী রকফেস্টে হাসান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৯, ২৫ জুন ২০২৪

বৈষ্টমী রকফেস্টে হাসান

হাসান

বৈষ্টমী রকফেস্ট ২০২৪ এর দ্বিতীয় কনসার্টে এবার থাকবেন হাসান ও তার ব্যান্ড আর্ক। এ ছাড়া নতুন প্রজন্মের পছন্দের ব্যান্ডদল হাইওয়ে এবং বাংলাদেশের রক, হার্ডরক ও থ্রাসমেটাল গানের গায়ক আলোচিত কে এইচ এন ও তার রক উইংও অংশ নেবে। ২৮ জুন শুক্রবার বনানীর হোটেল শেরাটন ঢাকায় বিকেল ৪টা থেকে এই আয়োজন চলবে।  চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও সংগীত প্রযোজনা সংস্থা বৈষ্টমীর উদ্যোগে এই কনসার্টের ইভেন্ট পার্টনার হিসেবে যথারীতি ইস্টিশন কমিউনিকেশন ও টিকিট টুমরো থাকছে।

গেল ২ মে বৈষ্টমীর পক্ষ থেকে রকফেস্ট ২০২৪ এর ঘোষণা রাখা হয়েছিল। সেই ধারাবাহিকতায় গেল মাসের ২৯ মে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হয়। এদিকে আয়োজন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে, এই তারিখেও তারা দেশের কৃতী মিউজিশিয়ানদের মধ্যে কাউকে কাউকে অনুপ্রেরণা ও কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেবে। উল্লেখ্য, ওয়ারফেজের সাবেক ভোক্যাল মিজানকে বৈষ্টমীর পক্ষ থেকে রকফেস্ট ২০২৪ এর প্রথম দিনে সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এবারের কনসার্টের প্রতিপাদ্য হলো, ‘এই গ্রহে মানুষের গান ও তোমার জীবন।’

×