ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রথমবার দ্বৈত গানে

প্রকাশিত: ০১:৫৬, ১২ জানুয়ারি ২০২৩

প্রথমবার দ্বৈত গানে

কামরুজ্জামান রাব্বি ও সুলতানা ইয়াসমিন লায়লা

প্রথমবারের মতো একটি দ্বৈত গানে পাওয়া গেল চলতি সময়ের লোকগানের দুই শিল্পী কামরুজ্জামান রাব্বি ও সুলতানা ইয়াসমিন লায়লাকে। সম্প্রতি প্রকাশ হয়েছে তাদের ‘তোমারে পাইতাম যদি’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। তারেক আনন্দের কথায় এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এমএমপি রনি। ভিডিও পরিচালনা করেছেন সেলিম রেজা। এটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।

গানটির প্রসঙ্গে গীতিকার তারেক আনন্দ বলেন, রাব্বি ও লায়লার কণ্ঠে গানটির কথামালা দারুণ ফুটে উঠেছে। শ্রোতাদের মধ্যে লোক গানের এ দুজন শিল্পীর  দারুণ গ্রহণযোগ্যতা আছে। আমি আশা করছি, তাদের মৌলিক এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে। গানটি নিয়ে রাব্বি ও লায়লাও দারুণ উচ্ছ্বসিত। 

×