
ছবি :সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী জয়া আহসান—যিনি শুধু অভিনয়ের নিপুণতায় নয়, তার সৌন্দর্য, ব্যক্তিত্ব এবং বুদ্ধিদীপ্ত উপস্থিতি দিয়েও মুগ্ধ করে চলেছেন অসংখ্য ভক্তকে। পর্দার বাইরেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি প্রমাণ করে, তিনি তার ভক্তদের সঙ্গে গড়ে তুলেছেন এক অনন্য মায়াময় সংযোগ।
রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন জয়া আহসান। ছবিগুলোতে তাকে দেখা যায় নেভি ব্লু রঙের একটি হাই-নেক সাটিনের ড্রেসে, মুখে প্রশান্ত অথচ দৃষ্টি-কাড়া অভিব্যক্তি। ক্যামেরার সামনে তার দৃষ্টিভঙ্গি এবং উপস্থিতিতে ফুটে উঠেছে আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং একধরনের নিঃশব্দ অভিমান।
তবে আলোচনার কেন্দ্রে ছবিগুলোর চেয়েও বেশি জায়গা করে নিয়েছে তার ক্যাপশনটি। জয়া লিখেছেন—
“তুমি আমাকে পাহাড়ের পর পাহাড় দাও,
তবু আমার মন চায় সমুদ্র।”
এই পঙ্ক্তির মধ্যে যেন ধরা পড়ে এক অন্তর্গত অতৃপ্তির সুর। কারও দেওয়া প্রাচুর্য, সফলতা বা সৌন্দর্যের পাহাড়ের মধ্যেও জয়ার মন যেন খুঁজে ফেরে ভিন্ন কিছু—সমুদ্রের মতো অনন্ত, রহস্যময়, কিংবা হয়তো নিরব শান্তি। এটি নিছক কাব্যিক একটি লাইন নয়, বরং জয়ার মনের গভীর ভাবনার প্রতিফলন বলেই অনেকেই মনে করছেন।
এই ক্যাপশনকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও ব্যাখ্যা। অনেকেই বলছেন, এটি বর্তমান জীবনের প্রাপ্তি আর চাহিদার মধ্যেকার চিরন্তন ফারাকের প্রতিচ্ছবি। কারও চোখে এটি এক শিল্পীর নিরব দীর্ঘশ্বাস, আবার কারও মতে, এটি জীবনের গভীর উপলব্ধির ভাষা।
পোস্টের মন্তব্য ঘরে এক ভক্ত লিখেছেন ,আপাকে যতদিন দেখছি, শুরু থেকে এখনো পর্যন্ত একই রকম দেখতে। ভালো থাকবেন সব সময় প্রিয় নায়িকা । লিখেছেন, ‘আমি যখন তোমার সমুদ্রে ডুবে যাব তখন অবাক হইও না।’ আরেকজন লিখেছেন, ‘আর বিনিময়ে, আমি তোমাকে তারায় ভরা আকাশ এনে দেব - কারণ তোমার আত্মা সমুদ্রের শান্তি এবং পাহাড়ের মহিমা উভয়েরই যোগ্য।’ ।
সা/ই