ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ট্রাম্প আলফা মেল হলে মোদী ওদের বাবা’, বিস্ফোরক মন্তব্যে বিপাকে কঙ্গনা !

প্রকাশিত: ১৮:৪৩, ১৬ মে ২০২৫; আপডেট: ১৮:৪৫, ১৬ মে ২০২৫

‘ট্রাম্প আলফা মেল হলে মোদী ওদের বাবা’, বিস্ফোরক মন্তব্যে বিপাকে কঙ্গনা !

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের ভারত-বিরোধী মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফের বিতর্কে জড়ালেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রনৌত। বৃহস্পতিবার সকালে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, অ্যাপলকে তিনি পরামর্শ দিয়েছেন যেন তারা ভারতে পণ্য তৈরি না করে। ট্রাম্পের এই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রবল প্রতিক্রিয়া।

এবার সেই বিতর্কে আগুন লাগালেন কঙ্গনা। নিজের এক পোস্টে তিনি লেখেন, “ট্রাম্প নিঃসন্দেহে একজন আলফা মেল। কিন্তু আমাদের মোদীজী সব আলফা মেলেরও বাবা।" সঙ্গে প্রশ্ন তোলেন, "হঠাৎ করে ভারতের প্রতি আমেরিকার আগ্রহ কমে যাওয়ার পেছনে আসল কারণ কী? কূটনৈতিক নিরাপত্তাহীনতা, না ব্যক্তিগত ঈর্ষা?"

কঙ্গনার এমন বিস্ফোরক মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে পড়ে। পোস্টে তিনি আরও লেখেন, “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্প দু’বার প্রেসিডেন্ট হয়েছেন, আর মোদীজী তিনবার প্রধানমন্ত্রী। এত জনপ্রিয়তা অনেকের সহ্য হয় না।”

তবে এই মন্তব্যের জেরে দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতেই, বিজেপির সভাপতি জেপি নড্ডা কঙ্গনাকে ফোন করে সেই পোস্ট মুছে ফেলতে বলেন। কঙ্গনা নির্দেশ মেনে পোস্টটি সরিয়ে দেন এবং লেখেন, “আমার ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য আমি দুঃখিত। শ্রদ্ধেয় জেপি নড্ডাজির অনুরোধে পোস্টটি মুছে দিয়েছি।”

তবে পোস্ট মোছার পরেও কঙ্গনাকে নিয়ে বিতর্ক থামেনি। অনেকেই মনে করছেন, একজন সাংসদের এ ধরনের মন্তব্য কূটনৈতিক শালীনতার পরিপন্থী।

আসিফ

×