ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সম্পূর্ণা বাংলাদেশ সম্মাননা প্রদান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০২:০১, ২০ মে ২০২৫

সম্পূর্ণা বাংলাদেশ সম্মাননা প্রদান

তানজিন মিথিলা, টুম্পা ফেরদৌস, ফারহানা সামাদ তিশা, মেহজাবীন চৌধুরী, মালাইকা চৌধুরী ও স্বর্ণলতা দেবনাথ

‘আমি নারী আমি সম্পূর্ণা’ স্লোগানে ২০২২ সালে প্রতিষ্ঠিত  সম্পূর্ণা বাংলাদেশ নামের সংগঠন। সংগঠনটির আয়োজনে ‘গ্রিন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননা প্রদান করা হয় রাজধানীর শিল্পকলা একাডমির চিত্রশালা মিলনায়তনে।

সম্মাননা প্রাপ্তরা হলেন টিভি নাটকের শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী, গায়িকা তানজিন মিথিলা, ফ্যাশন হাউজ গয়না বাকসোর প্রতিষ্ঠাতা ও কর্ণধার টুম্পা ফেরদৌস, ফ্যাশন হাউজ সেলিব্রিটিজ চয়েজ ও তিশাস বিউটি হাবের কর্ণধার ফারহানা সামাদ তিশা, গায়িকা কোনাল, মডেল অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ  অনেকে।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও নন্দিত টিভি অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। সম্মাননা পাওয়ার পর মেহজাবীন চৌধুরী বলেন, এত চমৎকার আয়োজনে আমাকে, আমার বোনকে সম্মানীত করায় আমরা সত্যিই ভীষণ অনুপ্রাণিত এবং গর্বিতও বটে। টুম্পা ফেরদৌস বলেন, একজন নারী হিসেবে নিজের কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।

ফারহানা সামাদ তিশা বলেন, সুব্রত দাদা ও স্বর্ণলতা দেবনাথকে আন্তরিক কৃতজ্ঞতা এত নান্দনিকভাবে সম্মাননায় ভূষিত করায়। মিথিলা বলেন, অল্পদিনের সংগীত জীবনে নতুন শিল্পী হিসেবে এই সম্মাননা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত দে বলেন, আমার বাবার আশীর্বাদ ছিল বলেই আজ এতদূর আসতে পেরেছি। আর মায়ের আশীর্বাদ তো আছেই।

প্রতিষ্ঠানের সভাপতি স্বর্ণলতা দেবনাথ বলেন, আমাদের নারীরা দেশে ও দেশের বাইরে নানান ক্ষেত্রে অবদান রাখার কারণে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজ হয়ত ছোট্ট পরিসরে এই আয়োজন হয়েছে। তবে আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন সম্পন্ন করার স্বপ্ন আমার।

×