
ছবি: সংগৃহীত
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি বরাবরই নানা কারণে থাকেন সংবাদের শিরোনামে। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও হঠাৎ মেজাজ হারানো আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে চলে তুমুল আলোচনা-সমালোচনা।
তবে ভক্তদের একাংশ মনে করেন, পরীমনি নিজের ভুল উপলব্ধি করার ক্ষমতা রাখেন। অনেক সময় নিজেও এসব বিষয়ে সচেতন হয়ে উঠেছেন। এবার মনে হচ্ছে, সেই উপলব্ধি থেকেই নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।
গত শুক্রবার (১৬ মে) রাজধানীতে অনুষ্ঠিত বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের আচরণ ও মনোভাব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
পরীমনি বলেন, "আর দশজন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট ও অভিমান হয়। কিন্তু আমি সব কিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না।"
তিনি আক্ষেপ করে আরও বলেন, "সবাই বলে—নায়িকা হয়ে এটা করা যাবে না। এই সীমারেখার মধ্যে আটকে গিয়ে মনে হয়, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিই। কিন্তু তাও পারি না। যতটা আড়াল হতে চাই, ততটাই ঝামেলাগুলো আমাকে ঘিরে ধরে। এখন মনে হচ্ছে, এসব নিয়েই জীবন চালাতে হবে।"
উল্লেখ্য, ‘রঙিলা কিতাব’ সিনেমার জন্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন পরীমনি। একইসঙ্গে সেরা ওটিটি কনটেন্ট হিসেবেও পুরস্কার পেয়েছে ‘রঙিলা কিতাব’।
পুরস্কার পেয়ে আনন্দিত পরীমনি ঘরে ফিরে ছেলে পুণ্যকে নিয়ে হাস্যোজ্জ্বল কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এবং ছবি শেয়ার করে লেখেন— "আমার এই অর্জন আমার দর্শকদের জন্য উৎসর্গ করছি। এটি আপনাদের।"
আসিফ