
জিটিভির শিল্প-সংস্কৃতি বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ও সফল মানুষেরা। আর তারা শোনাচ্ছেন তাদের ব্যক্তি জীবনের কথা, শিল্পী জীবনের কথা। প্রযোজক এইচএম তানভীর হাসানের প্রযোজনায় ইতোমধ্যে ধারণ কাজ সম্পন্ন হয়েছে অনুষ্ঠানটির চার পর্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। তিনি জানান, আলোঘর প্রকাশনা নিবেদিত শিল্প-সংস্কৃতি বিষয়ক সাপ্তাহিক এ অনুষ্ঠান প্রচার হবে জিটিভিতে আজ রবিবার রাত সাড়ে ৮টায়। আর আজকের পর্বের অতিথি বহুমাত্রিক লেখক ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর বর্তমান চেয়ারম্যান এমএ মোমেন। তবে সাহিত্য অঙ্গনে তিনি সমধিক পরিচিত আন্দালিব রাশদী নামে। নতুন এই আয়োজন সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, টিভি চ্যানেলগুলো বিনোদনমূলক নানা রকম অনুষ্ঠান প্রচার করলেও শিল্প-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান প্রচার করে না বললেই চলে। অথচ শিল্পমনা দর্শকের এই ধরনের অনুষ্ঠানের প্রতি আগ্রহ রয়েছে। আর তাদের আগ্রহের কথা বিবেচনা করেই আলোঘর প্রকাশনা অনুষ্ঠানটি আয়োজন করেছে। আশা করছি এই অনুষ্ঠান দর্শকের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।
প্যানেল