ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

খারাপ কাজ খুব বেশিদিন টিকে থাকতে পারে না : কুসুম শিকদার

প্রকাশিত: ০০:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

খারাপ কাজ খুব বেশিদিন টিকে থাকতে পারে না : কুসুম শিকদার

ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী ও মডেল কুসুম শিকদার বিশ্বাস করেন, খারাপ কাজগুলো দীর্ঘস্থায়ী হয় না; ভালো কাজই দিন শেষে টিকে থাকে। তিনি বলেন, "মেধা না থাকলে এতদিন কাজ করা যেত না," যা তার মানসম্মত কাজের প্রতি অঙ্গীকারের প্রমাণ। 

কুসুম শিকদার আরও উল্লেখ করেন, "সহজ কাজ আমি কখনোই করিনি," যা তার চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা ও সৃজনশীলতার প্রতি নিষ্ঠার প্রতিফলন। 

তিনি মনে করেন, খারাপ কাজগুলো কখনোই দীর্ঘস্থায়ী হয় না; ভালো কাজই সময়ের পরীক্ষায় টিকে থাকে। তাই তিনি সবসময় মানসম্মত ও সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত রাখেন, যা তার কর্মজীবনে সফলতার মূল চাবিকাঠি।

তার এই দৃষ্টিভঙ্গি ও কর্মপ্রচেষ্টা তাকে বিনোদন জগতে একজন সম্মানিত ও প্রশংসিত ব্যক্তিত্বে পরিণত করেছে।

জাফরান

×