ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

শাস্ত্রীয় নৃত্যশিল্পী থেকে হয়ে গেলেন আইটেম গার্ল

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১১:৫৯, ২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৩:১১, ২ ডিসেম্বর ২০২৪

শাস্ত্রীয় নৃত্যশিল্পী থেকে হয়ে গেলেন আইটেম গার্ল

শ্রীলীলা

শ্রীলীলা, তার চমকপ্রদ নৃত্য ও পর্দা উপস্থিতি দিয়ে ইন্ডাস্ট্রিতে একটি বিশেষ স্থান তৈরি করেছেন। "পুষ্প 2: দ্য রুল" এর চার্ট-বাস্টার গান "কিসিক"-এ আল্লু অর্জুনের সঙ্গে তার অনবদ্য পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে। এই গানটি শুধু তার পর্দা কাপানো নাচের জন্য নয়, বরং তাদের ত্রুটিহীন রসায়নের জন্যও প্রশংসিত হয়েছে।

প্রশিক্ষিত ক্লাসিকাল নৃত্যশিল্পী শ্রীলীলা, তার শক্তি ও অসাধারন পারফরম্যান্স দিয়ে "কিসিক"-এর মতো একটি প্রতীক্ষিত গানকে নিজের করে নিয়েছেন, যা ইন্ডাস্ট্রির অনেক শীর্ষ অভিনেত্রীদের কাছে ছিল।

ভক্তরা তাকে এখন ভারতীয় সিনেমার পরবর্তী বড় তারকা হিসেবে দেখছেন।

জাফরান

×