ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফিরছেন ছবি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬, ১২ আগস্ট ২০২৪

ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফিরছেন ছবি

ফারজানা ছবি

কিছুদিন বন্ধ থাকার পর নাটকের শূটিংয়ে ফিরছেন ফারজানা ছবি। মাছরাঙা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’র শূটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন এবং পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। ১৯ আগস্ট থেকে এ নাটকের শূটিংয়ে অংশ নেবেন ছবি।

তিনি জানালেন আরও দুটি ভিন্ন চ্যানেলে তার অভিনীত কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ ও সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘বোকা প্রেম’ ধারাবাহিক নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এদিকে দুটি ধারাবাহিক প্রচারের পাশাপাশি তিনটি নতুন বিজ্ঞাপনও প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। বিজ্ঞাপন তিনটি হলো শঙ্খদাস গুপ্তের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের অ্যারোসল, আইরিনের পরিচালনায় ডেটল ও প্রাণ টিমের নির্দেশনায় নির্মিত ভিশন এসি। তিনটি বিজ্ঞাপনের জন্যই বেশ সাড়া পাচ্ছেন তিনি।

এদিকে আজ ছবির জন্মদিন। ফারজানা ছবি বলেন, বিগত আন্দোলনে শহীদ হওয়া সব শিক্ষার্থী, সাধারণ জনগণ, পুলিশসহ অন্যদের আত্মার শান্তি কামনা করছি। সত্যি বলতে কী এখন বাতাসটা অনেক ভারি লাগে। বোধ হওয়ার পর আমার ভেতর এতটা খারাপ লাগা কখনো কাজ করেনি। আমি মন থেকে চাই দ্রুত দেশে শান্তি ফিরে আসুক, সবার জীবনে স্থবিরতা ফিরে আসুক। আমাদের সবার জীবন সুন্দর হয়ে উঠুক।

×