ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

জানালেন নতুন তথ্য, যেমন মেয়ে পছন্দ জায়েদ খানের

প্রকাশিত: ১৭:৫৫, ১৩ এপ্রিল ২০২৪

জানালেন নতুন তথ্য, যেমন মেয়ে পছন্দ জায়েদ খানের

জায়েদ খান।

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান এবার ‘ঈদ স্পেশাল জাগো তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন। অনুষ্ঠানে জায়েদ খান মুখোমুখি হয়েছিলেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাসের। জায়েদ খান ও দেবাশীষ বিশ্বাস খোলামেলা আলোচনায় প্রাণ খুলে কথা বলেন বিভিন্ন প্রসঙ্গে নিয়ে।

জায়েদ খানকে প্রশ্ন করা হয় বিয়ে নিয়ে। বিয়ের জন্য কোন ধরনের পাত্রী চান জায়েদ খান? এমন প্রশ্নের জবাবে জায়েদ খান স্বভাবসুলভ ভঙ্গিতে সহাস্যে বলেন, ‘আমি যে ধরনের পরিবার থেকে আসছি সে অনুযায়ী ঘরোয়া মেয়ে চাই। এছাড়া আমি একটা কথা সব সময় বলি- আগে দর্শনধারী তারপর গুণবিচারি। মানে দেখতে তাকে অবশ্যই সুন্দরী হতে হবে। যেন রাস্তা থেকে হেঁটে গেলে সবাই চেয়ে থাকে।’

জায়েদ খান হেসে হেসে বলেন, ‘জায়েদ খানের বউ হবে তাকে তো অবশ্যই সুন্দরী হতে হবে! এর পাশাপাশি তাকে সৎ হতে হবে, তার প্রতিটি কাজকর্মে স্বচ্ছতার পরিচয় দিতে হবে। এগুলো হলেই চলবে। টাকা-পসয়াওয়াল পরিবারের মেয়ে হতে হবে- এটি আমার কাছে মোটেই বিবেচ্য বিষয় নয়।’

এদিকে, এবারের ঈদে মুক্তি পেলো জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’। সিনেমাটি এরই মধ্যে অনেক দর্শকের মন জয় করেছে বলে জানা গেছে। সিনেমাটির প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’। এ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটিনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি। নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক।

সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×