ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

‘দম’ চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী...

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ৯ ডিসেম্বর ২০২৩

‘দম’ চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী...

চঞ্চল চৌধুরী

দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী ইতোমধ্যে দুই বাংলায়ই জায়গা করে নিয়েছেন তার দক্ষতা দিয়ে। তাকে নিয়ে এবার নির্মাণ হচ্ছে ঢাকা-কলকাতার সবচেয়ে বড় সিনেমা। ‘দম’ নামের এই ছবিটির সঙ্গে জড়িত আছে দুই বাংলার তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ভারতের এসভিএফ, বাংলাদেশের আলফা আই ও চরকি। শনিবার বিকেলে রাজধানীর একটি তিন তারকা হোটেলে এই ছবির ঘোষণা দেওয়া হয়। যেখানে চঞ্চল চৌধুরীকে ঘিরে হাজির ছিলেন এসভিএফের চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা মাহেন্দ্র সনি, আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির সিইও রেদওয়ান রনি।

নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, চঞ্চল চৌধুরীকে নিয়ে বিশাল বাজেট ও ক্যানভাসের যৌথ প্রযোজনার এই ছবিটি নির্মাণ করবেন রেদওয়ান রনি। যিনি ‘চোরাবালি’ (২০১২) ও ‘আইসক্রিম’ (২০১৬) নামের ছবি দুটি নির্মাণ করে প্রশংসা ও স্বীকৃতি কুড়ান যথেষ্ট। মাঝে সাত বছরের বিরতি শেষে ‘দম’ নিয়ে পর্দায় ফিরছেন এই নির্মাতা। আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও ছবিতে নায়িকা হিসেবে থাকতে পারেন স্বস্তিকা-সোহিনীরা।
ধারণা পাওয়া গেছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশের সবচেয়ে বড় ক্যানভাসের যৌথ সিনেমা হতে যাচ্ছে ‘দম’। সংশ্লিষ্টরা দাবি করছেন, এই সিনেমার মাধ্যমে ইতিহাসে বাংলা চলচ্চিত্রের নতুন অধ্যায় সূচনা হতে যাচ্ছে। জানা গেছে, দুই বাংলার তিন প্রতিষ্ঠানের এই যৌথ প্রযোজনা চলবে নিয়মিত। কারণ, দুদিন পরই ১১ ডিসেম্বর আরেকটি ছবির ঘোষণা আসছে একই ভেন্যু থেকে। এদিন নির্মাতার আসনে থাকবেন ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’-এর স্রষ্টা রায়হান রাফী। চতুর্থ সিনেমায় এসে রাফী দেখাবেন আরও বড় চমক। যদিও ছবিটির নাম-পরিচয় এখনো মেলেনি।

×