
রণবীর কাপুর
বলিউড সিনেমা ‘আ্যানিমেল’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কি না এই নিয়ে ছিল সংশয়। অবশেষে বৃহস্পতিবার দেশের ৪৫টি প্রেক্ষাগৃহে অভিনেতা রণবীর কাপুর অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে। এর আগে মঙ্গলবার বাংলাদেশে ছাড়পত্র পায় সিনেমাটি। সিনেমাটি ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর। সাফটা চুক্তির আওতায় এই সিনেমা বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অনন্য মামুন বলেন, বৃহস্পতিবার থেকে বাংলাদেশের প্র্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অ্যানিমেল’ সিনেমাটি। প্রথম সপ্তাহে দেশের ৪৫টি প্রেক্ষাগৃহে চলবে। পরে আরও সিনেমা হলের সংখ্যা বাড়বে। আজ শুক্রবার থেকে সিঙ্গেল স্ক্রিনেও চলবে সিনেমা।
যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘অ্যানিমেল’। স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, এসকে টাওয়ার মহাখালী, বঙ্গবন্ধু মিউজিয়াম, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, বালি আর্কেড চট্টগ্রাম, হাইটেক পার্ক রাজশাহী), ব্লক বাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, মধুমিতা, শ্যামলী, চিত্রামহল, বিজিবিসহ দেশের ৪৫টি সিনেমা হল।