ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘আমরা অমর সঙ্গী’তে গাইবেন তিন্নি

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫০, ১ ডিসেম্বর ২০২৩

‘আমরা অমর সঙ্গী’তে গাইবেন তিন্নি

.

আমরা অমর সঙ্গীশিরোনামের সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে গুলশান ক্লাব। রাজধানীর গুলশান ক্লাবে লেডিস নাইটে আজ শনিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবেন এই প্রজন্মের শিল্পী কানিজ খাদিজা তিন্নি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশের গুণী গিটারিস্ট দীপন। তিন্নি বলেন, নির্বাচন এবং নির্বাচনকেন্দ্রিক নানা ঘটনার কারণে দেশে স্টেজ শো খুব কমই হচ্ছে।

অন্যান্য বছর এই সময়ে দেশের বিভিন্ন স্থাানে শিল্পীরা স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু বছরের চিত্রটা একটু অন্যরকম। তারপরও আমরা যারা টুকটাক শো করছি, শুকরিয়া। আজ গুলশান ক্লাব আয়োজিতআমরা অমর সঙ্গীঅনুষ্ঠানে সংগীত পরিবেশন করব। ধন্যবাদ বিশেষত দীপন ভাইকে। আজ মূলত পুরনো দিনের গানই বেশি গাওয়ার চেষ্টা করব। পাশাপাশি অনুরোধে গানও গাইব। আমার বিশ^াস আজকের এই আয়োজনটি ২০২৩-এর স্মরণীয় একটি সন্ধ্যা হতে যাচ্ছে আমার জীবনে। সকল মিউজিসিয়ানদের প্রতি অগ্রিম কৃতজ্ঞতা, ধন্যবাদ।

তিন্নির কণ্ঠের মৌলিক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘শরৎ আমার স্নিগ্ধতা’, ‘শত শত রাত’, ‘মেঘমালা’, ‘অভিমানী পাখি’, ‘প্রজাপতি মন’, ‘চেয়েছি তোমায়ইত্যাদি। নিজের মৌলিক গানগুলোও তিন্নি তার স্টেজগুলোতে গাওয়ার চেষ্টা করে থাকেন। তবে শুধু গান নিয়েই যে তিনি ব্যস্ত এমন না। নারায়ণগঞ্জের একটি স্কুলে তিনি শিক্ষকতাও করছেন।

 

×