
.
তরুণ নির্মাতা অনিক বিশ্বাস নির্মাণ করেছেন সিনেমা ‘খোদা হাফেজ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নবীন দুই মুখ নিপা আহমেদ রিয়েলী ও দিদার। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যায়ণ শেষ হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময় শুরু হয়ে শেষ হবে ডাবিংয়ের কাজ। তারপর জমা পড়বে সেন্সরে। তার আগেই এলো সিনেমার পোস্টার। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই বেশ আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে নায়ক দিদারের সিক্স প্যাকে অ্যাকশন মুডের উপস্থিতি নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। স্নিগ্ধ চাহনিতে নজর কেড়েছেন নায়িকা রিয়েলীও। অনেকে পোস্টারটি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন এর পরিচালক, দিদার-রিয়েলী জুটি ও পুরো টিমকে।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনিক বলেন, পুরো সিনেমার কাজ শেষ। এ মাসেই ডাবিং শেষ করা হবে। এরপর সেন্সরে জমা দেব। ঈদুল আজহার আগেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েই এগোচ্ছি। দেশের বাইরেও মুক্তির পরিকল্পনা রয়েছে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক সাঞ্জু জন, আমান রেজা, এস এন জনি, অর্পিতা, যুবরাজ, তুহিন চৌধুরী, জাহিদ ইসলাম, এল আর খান সীমান্ত, ডলার বাপ্পি, দেলোয়ার উদ্দিন, আনিকা, শশী আফরোজ, নওরিন প্রমুখ। ভিন্টেজ মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মোহাম্মদ জামির হোসেন।