
নোলক বাবু
নিজের গান দিয়ে ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করলেন ক্লোজআপ তারকা নোলক বাবু। সম্প্রতি রাজধানীর বনশ্রীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের মাধ্যমে নিজস্ব ইউটিউব চ্যানেলের উদ্বোধন করেন এ গায়ক। এ সময় উপস্থিত ছিলেন তার মাসহ পরিবারের অন্য সদস্যরা। এরই মধ্যে নোলক বাবুর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে তার নতুন গান ‘মানুষ’। গানের কথা লিখেছেন তরুণ সিং, সুর করেছেন শিল্পী নিজেই। গানটির সংগীতায়োজন হৃষিকেশ রকি। নোলক বাবু বলেন, গানটি গাইতে পেরে আমি মুগ্ধ। গানটির কথায় মানুষের জন্ম-মৃত্যুর বিষয়গুলো গীতিকার দারুণভাবে তুলে ধরেছেন। আমার চ্যানেলের জন্য আরও কয়েকটি গান তৈরি করেছি। এখন থেকে নিয়মিত শ্রোতারা আমার চ্যানেলে গান পাবেন।’