
জাহিদ আকবর
আগামী ১৩ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি। এরইমধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে। ট্রেলারের শুরুতে শোনা যায় ভারতের জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী শান্তনু মৈত্রর গাওয়া ‘অচিন মাঝি কোনসে পাড়ের বন্ধু’ গানটি। সোশ্যাল মিডিয়ায় এটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। এ গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর। ট্রেলারের শুরুতে গানটি থাকায় রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েছেন বলে জানান তিনি। জাহিদ আকবর বলেন, এমন একটি কাজের সঙ্গে থাকা যে কারও জন্য অনেক আনন্দের।
একইসঙ্গে বলতে পারি জাতির পিতাকে নির্মিত সিনেমায় গান লেখা আমার গান লেখা জীবনের অনন্যপ্রাপ্তি হয়ে থাকবে। অনেক শ্রদ্ধা সুরকার শান্তনু মৈত্র। আমার লেখা গানটিকে চমৎকার করে সুর দেওয়ার জন্য। তিনি আমাকে বেশ উৎসাহ দিয়েছেন গানটি লেখার জন্য। অন্তহীন ভালোবাসা সৈকত সালাহউদ্দিন ভাই, জেমি ভাইয়ের জন্য। তাদের সাপোর্ট কখনো ভুলবো না।’ ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খানসহ দেশের শতাধিক শিল্পী।