
সৈয়দ আব্দুল হাদী ও এইচ এম আলাউদ্দিন
একুশে পদকপ্রাপ্ত ও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠের অনেক জনপ্রিয় গানই তার পরবর্তী কয়েকটি প্রজন্মের শিল্পীরা ঠিক তাকে অনুসরণ করে তার মতো করেই গাইবার চেষ্টা করেছেন। এবারের সেরাকণ্ঠ ২০২৩-এর সেমিফাইনাল রাউন্ডে কুমিল্লার সংগীতশিল্পী এইচ এম আলাউদ্দিন সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠের ‘কেন তারে আমি এতো ভালো বাসলাম’ গানটি গেয়েছেন। আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় নায়ক ইলিয়াস কাঞ্চনের লিপে গাওয়া জনপ্রিয় এই গানটিই সেমিফাইনাল পর্বে আলাউদ্দিন গেয়েছেন। আলাউদ্দিনের গাওয়া এই গানটি প্রচারের পর থেকেই বেশ প্রশংসায় ভাসছেন তিনি।
প্রতিযোগিতার বিশেষ বিচারক কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা আলাউদ্দিনের গায়কীর ভীষণ প্রশংসা করেন। পাশাপাশি প্রধান বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরীও তার গায়কীর প্রশংসা করেন। আলাউদ্দিন সৈয়দ আব্দুল হাদীর ধানম-ির বাসায় গিয়ে তাকে গানটি গেয়ে শোনান। সৈয়দ আব্দুল হাদী বলেন, তুমি অসুস্থ ছিলে, তারপরও তুমি খুব ভালো গেয়েছ। বাংলা গানের ক্ষেত্রে শব্দের সঠিক উচ্চারণ অনেক বড় একটি বিষয়। যতই সুরে গাওয়া হোক, যতই শ্রুতিমধুর কণ্ঠ হোকÑ উচ্চারণ যদি ঠিক না হয় তাহলে তা কোনোভাবেই পরিপূর্ণতা পায় না। তোমার গায়কী ভালো লেগেছে আমার এবং তোমার উচ্চারণও এক কথায় চমৎকার।
আমার অনেক দোয়া রইল। তুমি নিশ্চয়ই আগামীতে আরও ভালো করবে। আলাউদ্দিন বলেন, স্যার, চোখ বন্ধ করে আমার গান শুনেছেন, আমার কণ্টে তার গান ভালো লেগেছে বিধায় স্যার আমাকে আদর করে বুকে টেনে নিয়েছেন। এটাই তো এক জীবনে অনেক বড় প্রাপ্তি। স্যারের প্রতি অসীম কৃতজ্ঞতা। সেরাকণ্ঠ ২০২৩’র প্রকল্প প্রধান এবং পরিচালক ইজাজ খান স্বপন। এদিকে আব্দুল হাদী শুধু বিটিভির একটি গানের অনুষ্ঠানের আলোচক হিসেবে উপস্থিত থাকেন। নতুন পর্বের শূটিং হবে শীঘ্রই।