ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাজ-পরীর বিচ্ছেদ ইস্যুতে জায়েদ খানের পরামর্শ 

প্রকাশিত: ২১:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৩

রাজ-পরীর বিচ্ছেদ ইস্যুতে জায়েদ খানের পরামর্শ 

ছবি: সংগৃহীত।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি  রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন ১৮ সেপ্টেম্বর। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা-সমালোচনা চলছে। এদিকে রাজ-পরীর বিচ্ছেদ ইস্যুতে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ বলেন, বিচ্ছেদ রাজ-পরীমণির ব্যক্তিগত বিষয়। আমি মনে করি ডিভোর্সটা বিয়েরই একটি অংশ। এ বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না। আমি মনে করি দাম্পত্য জীবন একান্ত ব্যক্তিগত বিষয়। এ বিষয়গুলো পাবলিকলি এলে শিল্পীদের সম্মান নষ্ট হয়।

তিনি আরও বলেন, শিল্পীদের মানুষ এখন আর আগের মতো সম্মান করে না। এর কারণ হচ্ছে— ব্যক্তিগত বিষয় সামনে চলে আসছে। আমার পরামর্শ থাকবে— সিনেমার বাইরে ব্যক্তিগত বিষয়গুলো নিজেরাই সমাধান করা উচিত। এগুলো পাবলিকটি এলে পুরো শিল্পীদের ওপর প্রভাব পড়ে।
 

এমএম

×