ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

জয়া পড়লেন বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার শাড়ি

প্রকাশিত: ১৮:৫৫, ২৯ মে ২০২৩; আপডেট: ১৯:০১, ২৯ মে ২০২৩

জয়া পড়লেন বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার শাড়ি

জয়া আহসান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসান। এই নতুন এই লুক দেখে তাক লাগছে সবার। আসলে ঠিক এতটাই সুন্দর দেখাচ্ছে- যা অতুলনীয় । 

আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমী পুরস্কার (ইফফা অ্যাওয়ার্ডস) অনুষ্ঠানে অভিনেত্রীকে সম্পূর্ণ ভারতীয় পোশাকে সাজতে দেখা যায়, তখন পাগল হওয়াই স্বাভাবিক। পোস্ট করা ছবিতে শেয়ার করেছেন ভক্ত-অনুরাগীরা। সেখানে উপচে পড়েছে কমেন্ট ও প্রশংসা। অসাধারণ দেখাচ্ছিল জয়া আহসানকে। কালো রঙের এই পরিধেয় শাড়িতে খুবই সুন্দর দেখাচ্ছিল। কোনওভাবেই তার দিক থেকে চোখ সরানোর উপায় ছিল না। বিখ্যাত ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রা এই শাড়িটির ডিজাইন করেছিলেন।

সুন্দর শাড়িতে দারুণভাবে সাজিয়ে নিয়েছেন নিজেকে। শাড়ির রঙ তার ত্বকের কমপ্লেকশনের সঙ্গেও খুব ভালো মানিয়েছিল। জয়া আহসানকে যতটা এলিগেন্ট লাগছিল, এই লুকে কমতি ছিল না কোনও গ্ল্যাম এলিমেন্টেরও।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×