
হাসপাতোলের বেডে নবজাতক ও মা
চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হয়েছেন। নবজাতক ও মা দুজনই সুস্থ আছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। মা-ছেলে দুজনেই একেবারে সুস্থ রয়েছেন।
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুররে ব্যাবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। বিয়ের পর অভিনয় জগতে কাজ কমাতে থাকেন। বর্তমানে সংসার ও রাজনীতি নিয়ে ব্যস্ত তিনি।
গত বছর আগস্ট মাসে জানান তিনি অন্তঃসত্ত্বা। এবার ভূমিষ্ঠ হলো রাকিব-মাহির প্রথম সন্তান।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ভালোবাসার রঙ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির। পরবর্তীতে অগ্নি কী দারুণ দেখতে, দবির সাহেবের সংসার, অনেক সাধের ময়না, ঢাকা অ্যাটাক সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
এসআর