
ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ
প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের একটি ঈদের নাটকে অভিনয় করলেন জনপ্রিয় দুই তারকা ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। ‘নো মোর’ শিরোনামের নাটকে তাদের দেখা যাবে। এটি রচনা করেছেন মুনতাহা বৃত্তা। পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। নাটকটির মূলত দুই ছেলেমেয়ের গল্প। প্রথম দৃশ্যেই দেখা যায়, ছেলেটি পাঠাও সার্ভিসের সঙ্গে সম্পৃক্ত। মেয়েটি ব্যাগ হাতে নিয়ে ঢাকা শহরে আসে। মেয়েটি যে ছেলের জন্য আসে, সে নিতে আসে না। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।