
জয়া আহসান
আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ৫ম বারের মতো কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ বসতে যাচ্ছে। ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিতব্য এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্মের ৪টি পূর্ণদৈর্ঘ্য ছবি। ছবিগুলো হলো ‘বিউটি সার্কাস’। এতে অভিনয় করেছেন জয়া আহসান ও ফেরদৌস। ‘দামাল’, এতে অভিনয় করেছেন শরীফুল রাজ, সিয়ামাহমেদ ও বিদ্যা সিনহা মিম। ‘পাপপুণ্য’, এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও আফসানা মিমিসহ অনেকে।
‘পায়ের ছাপ’, এতে অভিনয় করেছেন মেঘলা মুক্তা, দীপান্বিতা মার্টিন, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া। ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার সহ-সভাপতি প্রেমেন্দ্র মজুমদার জাননিয়েছেন ২ দিনব্যাপী উৎসবটি বসবে কলকাতার নন্দনে। ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার উদ্যোগে পরবর্তীতে ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের এই ছবিগুলো দেখানো হবে।