ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

বিপাকে উরফি

টুকরো সংবাদ

প্রকাশিত: ২১:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২৩

টুকরো সংবাদ

উরফি জাভেদ

মুম্বাইয়ে নতুন বাড়ি ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন সোশ্যাল মিডিয়ার সেনশেসন উরফি জাভেদ। খবর অনুযায়ী, কেউ নাকি তাকে বাড়ি দিতে চাইছে না! আর এর নেপথ্যে মোটেই উরফির পোশাক নেই। রয়েছে তার ধর্ম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এমনটিই লিখলেন উরফি জাভেদ। উরফি লিখলেন, ‘মুসলিমরা বাড়ি ভাড়া দিচ্ছেন না আমাকে, কারণ আমি যে ধরনের পোশাক পরি তা তাদের অপছন্দ। হিন্দুরা আমাকে বাড়ি ভাড়া দিচ্ছেন না আমি মুসলিম বলে।

মুম্বাইতে বাড়ি পাওয়া সত্যি দুষ্কর হয়ে উঠেছে আমার জন্য।’ নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য খবরের শিরোনামে থাকেন। আর তা নিয়েই বিতর্কের সূত্রপাত হয়েছিল। ভিডিও বার্তায় উরফির পোশাক পরার ধরন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন চিত্রা ওয়াগ। মুম্বাইয়ের রাস্তায় নগ্নতার প্রচার করছে উরফি। ওকে অবিলম্বে গ্রেফতার করা হোক। একদিকে নিরপরাধ মেয়েরা কিছু নি¤œ মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। অন্যদিকে কিছু মেয়ে এভাবে প্রলোভন দেখাচ্ছে, এমনটাই লিখেছিলেন তিনি।

×