ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

অভিনেত্রী সানি লিওন আহত (ভিডিও)

প্রকাশিত: ২১:২৮, ৩১ জানুয়ারি ২০২৩; আপডেট: ২১:৫৫, ৩১ জানুয়ারি ২০২৩

অভিনেত্রী সানি লিওন আহত (ভিডিও)

সানি লিওন

অভিনেত্রী সানি লিওন শুটিংয়ের সময় আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ইনস্টাগ্রামে তার একাউন্টে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি তিনি জানান। 

ভিডিওতে দেখা যায়, একেবারে সিনেমার কস্টিউমে বসে রয়েছেন সানি। শার্ট টপ আর কালো ঘাগরায় অন্যরকম দেখাচ্ছে তাকে। তার পায়ে এবং ঠোটে রক্ত দেখা গেছে। অভিনেত্রী একটি সোফায় বসে তার পায়ের রক্ত মুছে নিচ্ছেন। শুটিংয়ের অন্য কেউ এসে তার রক্ত মুছে দিতে চাইলে তাতে বাধা দেন সানি লিওন।   

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

‘গদর-২’ সিনেমায় অভিনয় করছেন সানি লিওন। ২০০১ সালে মুক্তি পায় বলিউডের ব্লকব্লাস্টার সিনেমা ‘গদর এক প্রেম কথা’। আর এবার আসছে ‘গদর-২’।

‘গদর এক প্রেম কথা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সানি দেওল এবং আমিশা প্যাটেল। ‘গদর-২’ সিনেমায় আবারও দুজনেই ফ্রেমে রয়েছেন। সে সময় বক্স অফিসে বড়সড় সাফল্য আসে এই ছবিটির। আগামী ১৫ জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সানি দেওল এবং আমিশা পাটেলের সিনেমা।

এমএইচ

monarchmart
monarchmart