ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

১২ শিল্পীর কণ্ঠে ক্যান্সার সচেতনতার গান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ২৬ জানুয়ারি ২০২৩; আপডেট: ২৩:১৯, ২৬ জানুয়ারি ২০২৩

১২ শিল্পীর কণ্ঠে ক্যান্সার সচেতনতার গান

ক্যান্সার সচেতনতার গান

শিল্পী সানি আজাদের পরিকল্পনা ও উদ্যোগে প্রকাশ হচ্ছে ক্যান্সার সচেতনতার গান। ‘ক্যান্সার’ শিরোনামের এ গানটি লিখেছেন গীতিকবি নীহার আহমেদ। গানের সুর করেছেন বেলাল খান। মিউজিক করেছেন রিয়েল আশিক। গানটিতে কণ্ঠ দিয়েছেন হালের ১২ জন কণ্ঠশিল্পী। এরা হলেন প্রমিত কুমার, মুন, সানিয়া রমা, পূর্ণ মিলন, সানি আজাদ, রিয়েল আশিক, রাইসা খান, ফারদিন খান, রুমি খান, ইবনে সালমা, নাদিরা মুক্তা ও আতিক ইসলাম। গানটির ভিডিও পরিচালনায় ওয়াহিদ বিন চৌধুরী। সানি আজাদ বলেন, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। 
আমার বড় বোন কোলন ক্যান্সারে মারা গেছে সম্প্রতি। তার মৃত্যুর পর আমি বুঝতে পারি ক্যান্সার কতটা ঘাতকব্যাধি ও ভয়াবহ ব্যাপার। এই রোগ শুধু ব্যক্তিকে নয়, আক্রান্ত ব্যক্তির পরিবারকেও মানসিক এবং অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেয়। আসলে, এই রোগ যে পরিবারে হয়, সে পরিবারের মানুষজনই শুধু ক্যান্সারকে উপলব্ধি করতে পারে। তাই মানুষকে কিছুটা হলেও সচেতন করার উদ্দেশে এই পরিকল্পনাটা মাথায় আসে এবং আমরা একসঙ্গে সবাই গানের মধ্যদিয়ে ক্যান্সার সচেতনতায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। অচিরেই গানটি একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘সানি আজাদ বিডি’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

monarchmart
monarchmart