
অবন্তী সিঁথি
শিস বাজিয়ে ওপার বাংলায় গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সারেগামাপা’ মাতিয়েছিলেন অবন্তী সিঁথি। বর্তমানে সুকণ্ঠ ও শিসের সমন্বয়ে সংগীতাঙ্গনে বিচরণ করছেন সফলভাবে তিনি। একের পর এক নতুন গানেও পাওয়া যায় তাকে। তারই ধারাবাহিকতায় প্রকাশ হলো তার ‘উইড়া গেছে গানের পাখি’ শিরোনামের একটি গানের ভিডিও। জামাল হোসেনের কথায় এটির সুর করেছেন মোহাম্মদ মিলন। সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। অবন্তী সিঁথি বলেন, আমার ফোক গানের সংখ্যা কম। তবে যেগুলো করেছি তার মধ্যে কয়েকটির জন্য শ্রোতার কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। অনেকদিন পর আবারও নতুন ফোক টাইপের গানটি নিয়ে আসছি। এটিও শ্রোতাদের ভালো লাগবে আশা করিছ। এছাড়া এ গানের মধ্য দিয়ে প্রথমবারের মতো মিলন ভাইয়ের সুরে গান করেছি। তার সুরের মধ্যেও সব সময় নতুনত্ব থাকে।
গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, অবন্তী সিঁথি সাধারণত আধুনিক গানই বেশি করেন। তবে আমি একটু ব্যতিক্রম কিছু করার জন্যই এ গানটি করেছি। কারণ শ্রোতারাও তাদের প্রিয় শিল্পীর কণ্ঠে নতুন কিছু শুনতে চান।