ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

অভিনেত্রী মাহি আ.লীগের মনোনয়ন পেলেন না 

প্রকাশিত: ২১:৩৮, ১ জানুয়ারি ২০২৩

অভিনেত্রী মাহি আ.লীগের মনোনয়ন পেলেন না 

মনোনয়ন ফরম কেনার পর ওবায়দুল কাদেরের সঙ্গে মাহি

উপ-নির্বাচন করার জন্য চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু শেষমেষ এই নায়িকা দলটির মনোনয়ন পেলেন না। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জিয়াউর রহমানকে।

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১ ফেব্রুয়ারি ওই ৬টি আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে।

গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মাহি মনোনয়ন ফরম জমা দেন। এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন মাহিয়া মাহি।

অভিনেত্রী মাহি সাংবাদিকদের জানিয়েছিলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে তিনি কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি নৌকাকে এনে দেবেন।

সেসময় দলটির সাধারণ সম্পাদক বলেছিলেন, সিনেমার এক নায়িকা (মাহি) কাল বলেছেন, ‘আমি মনোনয়নপত্র তুলতে চাই, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচন করতে চাই’। আমি নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে কথা বললাম। তিনি বললেন, ওদের পরিবার তো আওয়ামী লীগ, ও তো আওয়ামী লীগ করে। ঠিক আছে, মনোনয়ন ফরম তুলুক।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×