ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

৭৮তম কান উৎসব

কেমন হবে এবারের আয়োজন

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ১৪ মে ২০২৫

কেমন হবে এবারের আয়োজন

নির্মল নীল সমুদ্র আর রূপালি বালুকায় গড়া ফ্রান্সের কান শহরে পর্দা উঠেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন  কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের। তারকাময় লালগালিচা, আন্তর্জাতিক সিনেমার ঝলক, আর নতুন প্রতিভা আবিষ্কারে মুখর উৎসবের মূল প্রান্তর। শুধু গ্ল্যামার নয়, শিল্প ও সমাজে নানা বিষয় নিয়ে যেসব চলচ্চিত্র কথা বলে, তাদের জন্য এই উৎসব হয়ে উঠে এক অনন্য মঞ্চ। এবার কান উৎসবে উপস্থিত থাকছেন টম ক্রুজ, রবার্ট ডি নিরো, ওয়েস অ্যান্ডারসনের মতো আইকনিক মুখ। কানে তাই চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই মে মাস যেন হয়ে উঠেছে রূপকথার মাস, যেখানে বাস্তব আর কল্পনার মাঝে চলাফেরা করে নিঃশব্দে পৃথিবী বদলে দেওয়া গল্প।
উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা লরাঁ লাফিত, যিনি ২০১৬ সালেও এই দায়িত্ব পালন করেন। পৃথিবীর অন্যতম বড় এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়বে এবার ৯টি সিনেমা। চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজনে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ১৯টি সিনেমা। কান উৎসব অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য রয়েছে ডাবল সুখবর। উৎসবে ক্যামেরার সামনে ও পেছনে, দুই ভূমিকাতেই পাওয়া যাবে তাঁকে। ‘দ্য ফিন্যান্সিয়াল স্কিম’ সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন। অন্যদিকে পরিচালক হিসেবে অভিনেত্রীর প্রথম সিনেমা এলেনর দ্য গ্রেটও জায়গা পেয়েছে উৎসবে। সিনেমাটি লড়বে আঁ সার্তে রিগা বিভাগে। কানে সবচেয়ে বড় চমক পায়েল কাপাডিয়া। গত বছর এই ভারতীয় নির্মাতার সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট গ্রাঁ প্রি জিতেছিল। এ ছাড়া আছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি। প্রদর্শনী উপলক্ষে কানে আমন্ত্রণ পেয়েছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, সিমি গাড়োয়াল, প্রযোজক পূর্ণিমা দত্তসহ সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা। মুক্তির শতবর্ষ উপলক্ষে কানে প্রদর্শিত হবে চার্লি চ্যাপলিনের দ্য গোল্ড রাশ। ২৬ জুন নতুনভাবে মুক্তি পাবে দ্য গোল্ড রাশ।

প্যানেল

×