
আসন্ন কোরবানির ঈদকে ঘিরে নতুন সাজে সেজে উঠছে দেশের প্রেক্ষাগৃহগুলো। সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুত হচ্ছে দেশীয় সিনেমার মুক্তির মিছিলও। গুঞ্জন রয়েছে, এবারের ঈদুল আজহা উপলক্ষে সাতটি ঢাকাই সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এসব সিনেমায় অভিনয় করেছেন আজমিরী হক বাধন, সাবিলা নূর, তাসনিয়া ফারিন, পূজা চেরি ও মন্দিরা সহ আরও অনেকে। এই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলিও।
গত কয়েক বছর ধরেই ঈদে পরপর মুক্তি পাচ্ছে বুবলি অভিনীত সিনেমা। তবে এবারই প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন তিনি। ‘পিনিক’ নামের এই সিনেমায় বুবলিকে দেখা যাবে এক নতুন রূপে।
জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটিতে বুবলির বিপরীতে আছেন অভিনেতা আদর আজাদ। এর আগে ‘তালাশ’ এবং ‘লোকাল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি। ‘পিনিক’ হচ্ছে তাদের তৃতীয় যৌথ প্রজেক্ট। থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশন ঘরানার এই ছবির কাহিনিতে গুরুত্ব পেয়েছে প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের তীব্রতা।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু এবং আজাদ আবুল কালাম।
উল্লেখ্য, বুবলি অভিনীত ‘জংলি’ সিনেমাটি সদ্যসমাপ্ত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। তার আগেও ‘দেয়ালের দেশ’ ও ‘লোকাল’ সিনেমা মুক্তি পেয়েছিল ঈদে। এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘পিনিক’, যেখানে প্রথমবারের মতো বুবলিকে দেখা যাবে খল চরিত্রে।
সূত্র:https://tinyurl.com/2cdc9js2
আফরোজা