ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বড়দিনে পর্দায় দেব-শুভশ্রীর জুটি

প্রকাশিত: ২৩:৪৮, ৩১ অক্টোবর ২০২৪

বড়দিনে পর্দায় দেব-শুভশ্রীর জুটি

কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'ধূমকেতু' ছবিতে জুটি বাঁধেন তাঁরা, তবে সেই ছবিও দিনের আলো দেখেনি। এবার একসঙ্গে বড়দিনে ফিরছেন তাঁরা বড়পর্দায়। তবে কাহানিতে রয়েছে বড়সড় টুইস্ট।

বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন দেব শুভশ্রী। তাঁদের একসঙ্গে পর্দায় দেখতে পছন্দ করতেন দর্শকরা। কিন্তু ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরার পর তাঁরা একসঙ্গে ছবি না করার সিদ্ধান্ত নেন। এবার বড়দিনে পর্দায় ফিরছেন তাঁরা। তবে সেখানেও রয়েছে টুইস্ট।

অনেকদিন ধরেই খবর ছিল যে বড়দিনে পর্দায় আসছে দেবের 'খাদান'। সুজিত রিনো দত্তের এই ছবি নিয়ে দেবের এক্সাইটমেন্টও তুঙ্গে।

আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'খাদান'।  অন্যদিকে শুভশ্রীর 'সন্তান'ও আসছে ডিসেম্বরেই অর্থাত্‍ একসঙ্গে না হলেও এবার বক্স অফিসে মুখোমুখি হতে চলেছেন দেব শুভশ্রী। সঞ্জয় রিনো দত্ত পরিচালিত খাদানে দেব ও যিশু প্রথমবার থাকছেন একসঙ্গে। শোনা যাচ্ছে এই ছবিতে ডবল রোলে থাকছেন দেব, একইসঙ্গে বাবা ও ছেলের ভূমিকায়। খাদানে দেবের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে। 

রাজু

×