
তানজিম হাসান সাকিব ও জায়েদ খান।
এশিয়া কাপে জাতীয় দলে অভিষেক ঘটে তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিবের। ভালো খেলে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু সব অর্জন যেন ম্লান হয়ে যায় বছর খানেক দেওয়া তানজিমের ফেসবুক পোস্ট সামনে আসতেই। শুরু হয় তাকে নিয়ে সমালোচনা।
এদিকে, কর্মজীবী নারীদের নিয়ে ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট করা ক্রিকেটার তানজিমের পক্ষ নিয়ে পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান।
গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘পোস্ট দেওয়া তো একেক জনের একেক রকমের মন মানসিকতা। এর আগে আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন জায়েদ খান কিসে আটকায়, আমি বলেছিলাম জায়েদ খান নারীতে আটকায়। পরে আমাকে এক উকিল নোটিশও পাঠিয়েছিল যে আমি নাকি নারী বিদ্বেষী মন্তব্য করেছি। আসলে কিন্তু সেটা না, আপনার মজার ছলে প্রশ্ন করেছেন আমিও মজার ছলে উত্তর দিয়েছি।’
তিনি বলেন,এই যে তানজিম সাকিবকে নিয়ে এতো লেখা লেখি হচ্ছে, দেখলাম উনি আবার ক্লিয়ারও করছেন- আমি নারী বিদ্বেষী না। আমার মা একজন নারী।
জায়েদ খান বলেন, উনি যদি সেরকম পোস্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকেন, তাহলে তিনি আবার ক্লিয়ার করেছেন যে- ‘আমি আসলে নারী বিদ্বেষী না। নারী আমার মা, নারী আমার বোন, আমি নারীদের উদ্দেশ্য করে কিছু বলিনি।’ উনি যখন এটা ক্লিয়ার করেছে, এটাকে টেনে বাড়িয়ে মনে হয় না তাকে আর বিব্রত করার দরকার আছে।
এম হাসান