ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার সালমানের সিনেমা দেশের প্রেক্ষাগৃহে 

বিনোদন রিপোর্ট

প্রকাশিত: ২২:২৫, ৩১ মে ২০২৩; আপডেট: ২২:৪৭, ৩১ মে ২০২৩

এবার সালমানের সিনেমা দেশের প্রেক্ষাগৃহে 

ছবি: সংগৃহীত।

সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন  ইউ আহম্মদ ট্রেডার্স আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে এ একটি আবেদনপত্র জমা দিয়েছিল। 

বুধবার(৩১ মে) সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। 

আমদানিকারক প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আমদানীর পরিবর্তে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমা ভারতে যাবে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত  ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আসছে। 

ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।

এমএম

×