ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রযোজকের কাছে এমনটি প্রত্যাশিত নয়

গৌতম পাণ্ডে

প্রকাশিত: ০১:০০, ১৮ আগস্ট ২০২২

প্রযোজকের কাছে এমনটি প্রত্যাশিত নয়

অভিনেত্রী মাহিয়া মাহি

ঢাকাই সিনেমায় অগ্নিকন্যাখ্যাত অভিনেত্রী মাহিয়া মাহিনিজের অভিনয় দক্ষতায় হয়ে ওঠেন এদেশের নির্ভরযোগ্য নায়িকাএকের পর এক সিনেমায় নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেনজনপ্রিয়তা কুড়িয়েছেন দুই বাংলাতেইএকাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত আশীর্বাদচলচ্চিত্রের নায়িকা হয়ে অভিনয় করেছেন তিনিসরকারী অনুদানের এ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে

২৬ আগস্টএ ছবিতে অভিনয়ের নানা বিষয় নিয়ে তার সঙ্গে

আলাপচারিতায়- গৌতম পাণ্ডে

 

মুক্তি পাচ্ছে আশীর্বাদ’, অনুভূতি কি?

প্রথমত মুক্তিযুদ্ধের একটি চলচ্চিত্রে অভিনয় করেছি, দ্বিতীয় সরকারী অনুদানের ছবিনিজের মধ্যে একটা ভালোলাগাতো কাজ করছেই

চলচ্চিত্রটি নিয়ে বলুন

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন জেনিফার ফেরদৌসএতে আমার নায়ক জিয়াউল রোশানআশা করছি দর্শকের ভাল লাগবে

ছবিতে অভিনয় করতে গিয়ে আপনার তিক্ত অভিজ্ঞতার কথা বলুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শূটিং করছিলামবৃষ্টির কারণে মাঠ অনেকটাই ভেজা ছিলসেই অবস্থায় শূটিং করতে গিয়ে আমি শারীরিক সমস্যায় পড়িএমন অবস্থায় আমার সহকারী শূটিং সেটের প্রোডাকশন বয়কে সাহায্যের কথা বলেতখন সে রেগে গিয়ে তার ওপর ব্যাড বিহ্যাবিয়ার করেমানবতা বলেও তো একটা কথা থাকেশুধু আমি নই, আমাদের অনেক আর্টিস্টদের কোন সম্মান করা হয়নি শুটিং সেটে

আশীর্বাদপ্রচারণায় আপনার অনুপস্থিতি কেন?

সম্প্রতি একটি প্রেস মিট হয়েছে শুনেছিআমার মনে হয়েছে এটি ছিল ছবিটির হিরো-হিরোইনের বিরুদ্ধে কপ্লেইনের জন্য প্রেস মিটবিগত দিনে অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটা সিনেমা শূটিং করার পরে তার ডাবিং, পোস্টার প্রকাশ, সেন্সর এবং সর্বোপরি কবে রিলিজ হবে এ বিষয়ের কিছুই আমাকে ও রোশানকে জানানো হয়নিপ্রথম পোস্টার আপলোড করেছে তা-ও জানি নাসংবাদ সম্মেলনে প্রযোজক আমাকে ও হিরোকে যাচ্ছে তাই গালমন্দ করেছেন যেটা আমি ভিডিওতে দেখেছিকোন সিনেমার প্রযোজকের কাছে এমনটি প্রত্যাশিত নয়তিনি বলেছেন, আমি কেন নায়ক নায়িকাকে ডাকবওদের প্রচারণার জন্যতো প্রেস মিট করিনিআপনার প্রচারে কোন হিরো-হিরোইন লাগবে না, ফাইন কিন্তু তাদের অপমান করা দরকার কি? ছবিটা কিন্তু সরকারী অনুদানেরতাঁর ইনভেস্টমেন্ট এতে নেইআমরা যার যার জায়গা থেকে অনেক কম্প্রোমাইজ করে এ সিনেমায় কাজ করেছিশখ করে কাজটা করেছি, সেই কাজটাকে চোখের সামনে এভাবে মরে যেতে দেখব

কেন এমন হলো জানেন কি?

এটাতো জানি না, এটা প্রযোজকই ভাল বলতে পারবেনএখন সিনেমার একটা ভাল সময় চলছেসম্প্রতি পরান’, ‘দিন দ্য ডেহাওয়াসিনেমাগুলো ভাল চলছেসেখানে আলাপ-আলোচনা ছাড়া কোন রকমের একটা নি¤œ মানের পোস্টার প্রকাশ করে সিনেমা প্রচারণার দিনতো এখন আর নেইযেদিন পোস্টার রিলিজ হলো, দেখে আমি হতবাককারণ এর আগে পরিচালক আমাকে বলেছিলেন, ‘যাও পাখী বলো তারেরিলিজ হবে কিন্তু কার্যক্ষেত্রে হলো এর উল্টোটা

আপনার কি মনে হয়, কেন এমন করল?

প্রযোজকের সঙ্গে আমাদের কখনও কোন রাগারাগি হয়নিছবি করার সময় আমরা কখনও দেখি না যে কে প্রডিউসারএখানে দেখলাম উনি-ই সর্বেসর্বাপ্রথম দিন থেকেই কেমন যেন ভাল ব্যবহার করেননিআমি আর রোশান যখন এ ছবিতে সাইন করি, তখনই তিনি এটা ফেসবুকে আপলোড করতে মানা করেছেনএই ছবিতে আমি যে ভূমিকায় অভিনয় করেছি, এই চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে সাইন করে অপু বিশ্বাসসে কিন্তু সাইন করেই ফেসবুকে তার ছবি আপলোড করেসে কারণে অপু হয়ত সরে গেছেপ্রডিউসার আমাদের বলেছেন আমি মাঝখানে দাঁড়াব তোমরা (নায়ক-নায়িকা) দুই পাশে থাকবেএই ছবিটা আপলোড করতে হবেকারণ প্রডিউসারকে হাইলাইট করতে হবেএটা আমার পক্ষে সম্ভব হয়নি

×