ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

একক অভিনয়ে মো. আবুল মনসুর

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ৩ জুলাই ২০২৫

একক অভিনয়ে মো. আবুল মনসুর

মো. আবুল মনসুর

নাট্যযোদ্ধা মো. আবুল মনসুর। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র- সব মাধ্যমেই বিচরণ তার। পাশাপাশি তিনি অনসাম্বল থিয়েটারের দলপ্রধান। পঞ্চাশের অধিক মঞ্চ নাটকের নির্দেশক, আশির অধিক মঞ্চ নাটকের অন্যতম প্রধান অভিনেতা, ১২শ’র অধিক নাট্যরজনীর পাদপ্রদীপের আলোয় অসংখ্য চরিত্রাভিনয়ের একজন গর্বিত চরিত্রাভিনেতা। অনসাম্বল থিয়েটার প্রযোজনা ‘আই কান্ট ব্রিদ’ নাটকে একক অভিনয়ে ইতোমধ্যে দর্শকপ্রিয়তার উচ্চ আসনে অবস্থান করছেন তিনি।

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন জুয়েল কবির। এ মাসেই নাটকটির দুটি প্রদর্শনী হবে। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১৬ জুলাই সন্ধ্যা ৭টা এবং নাটক সরণি বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২০ জুলাই সন্ধ্যা ৭টায়। মো. আবুল মনসুর জানান, অন্যায়ের বিপরীতে প্রতিবাদ, প্রত্যাখ্যানের বিপরীতে পুনর্জাগরণ, ঘৃণার বিপরীতে ভালোবাসা, বিভাজনের বিপরীতে সমন্বয়, বৈষম্যের বিপরীতে সমানুপাতের লক্ষ্যে ‘আই কান্ট ব্রিদ’ নিয়ে ছড়িয়ে পড়তে প্রস্তুত সমগ্র দেশ হয়ে সমগ্র বিশ্বে। তিনি শুধু বিশ্ব মানবের সামনে দখিনা বাতাসের বদ্ধ দুয়ার শিল্পের ভাষায় খুলে দেবে বলে, একটু বুক ভরে সকলে যেন বাতাস নিতে পারেÑ এই প্রত্যাশাকে হৃদয়ে ধারণ করে।

×