ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গুঞ্জনই সত্যি হলো

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

গুঞ্জনই সত্যি হলো

মেহজাবীন চৌধুরী

লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী ও মডেল মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবীন সবার নজরে আসেন। নাটক, বিজ্ঞাপনচিত্র, ফটোশুটে নিয়মিত কাজ করেন। কাজের মধ্য দিয়ে মেহজাবীন সমসাময়িকদের তুলনায় এগিয়ে যান। পান জনপ্রিয়তা, হয়ে ওঠেন দর্শকের প্রিয়মুখ। ১৬ বছরের পেশাদার অভিনয়জীবনে এই অভিনয়শিল্পীকে নিয়ে সাত বছরের বেশি সময় ধরে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন। তার প্রযোজিত ও পরিচালিত নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় অভিনয়ও করেছেন মেহজাবীন। তবে প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে সেভাবে কথা বলতে চাননি। জানতে চাইলেও বারবারই হেসে উড়িয়ে দিয়েছেন।
একটা সময় দুজনকে দেশে ও দেশের বাইরে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা যায়। ঘোরাঘুরির সময় তোলা স্থিরচিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে। কখনো নিজেরা নিজেদের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেছেন। ঘুরে বেড়ানোর মুহূর্তের স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে। তখনো তারা নীরব। ২০২১ সালের ১৮ ডিসেম্বর, একটি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছেন মেহজাবীন ও আদনান। পেছনে কক্সবাজার সমুদ্রসৈকত। ছবিতে কালো শার্ট ও চোখে কালো চশমা পরা মানুষ রাজীবকে পাশ থেকে জড়িয়ে ধরে আছেন মেহজাবীন চৌধুরী। পরিচালকের বুকে তার হাত, মুখে হাসি এমন একটি স্থিরচিত্র রাজীব তার ভেরিফায়েড ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ভালোই লাগে।’ ২০১৮ সালের ১১ আগস্ট রাজীবের সঙ্গে সিঁড়িতে বসে থাকার একটি ছবি পোস্ট করেন মেহজাবীন চৌধুরী। ক্যাপশনে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’
সেই থেকেই এই অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন তৈরি হয়। এরপর কখনো তাদের একসঙ্গে বিপণিবিতানে হাত ধরে হাঁটতে দেখা গেছে, কখনো সিনেমা, রেস্তোরাঁয় আড্ডাসহ বিশেষ দিনগুলোতেও পাশাপাশি পাওয়া গেছে। ছয় বছর আগে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীন ও রাজীবের হাত ধরে হাঁটার একটি ভিডিও ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়। এ প্রসঙ্গে তখন মেহজাবীন জানিয়েছিলেন, তারা বন্ধু বৈ কিছু নয়। বন্ধুটি যেন পেছনে পড়ে না যান, সে কারণেই হাত ধরেছিলেন। জানিয়েছিলেন, বিয়ে করলে সবাইকে আগেই জানাবেন।
এবার জানা গেল, বিনোদন অঙ্গনের এ দুই তারকা বিয়ে করছেন। ২৩ ফেব্রুয়ারি তাদের গায়ে হলুদ অনুষ্ঠান আর পরদিন তাদের বিয়ের অনুষ্ঠান। মেহজাবীন নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন। মেহজাবীনের স্বীকারোক্তি, তিনি বিয়ে করছেন, পাত্র আদনান আল রাজীব যার সঙ্গে কয়েক বছর ধরে তার প্রেমের গুঞ্জন। অবশেষে মেহজাবীনের স্বীকারোক্তিতে কয়েক বছর ধরে চলতে থাকা সেই গুঞ্জনই সত্যি হয়ে ধরা দিয়েছে।
এদিকে মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমাটি গত বছরের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। মেহজাবীন অভিনীত ছবিটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব।

×