ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

টুকরো সংবাদ

-

প্রকাশিত: ০১:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২২

টুকরো সংবাদ

জাকির হোসেন রাজু

অনুদানের সিনেমার সঙ্গীত পরিচালনায়

বাংলাদেশ সরকারের অনুদানে চলতি বছর দুটি সিনেমা প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)তার একটির নাম চাদরএ ছবিটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক জাকির হোসেন রাজু

তিনি জানান, সিনেমাটি জুটি বেঁধে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সাইমন সাদিক ও দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলীকেগল্পের প্রয়োজনে এ ছবিতে থাকছে বেশ কয়েকটি গানএ গানগুলো লিখছেন পরিচালক রাজু নিজেইআর এগুলোতে সুর ও সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেলেন সঙ্গীত পরিচালক সোহেল রাজসম্প্রতি এফডিসিতে আনুষ্ঠানিকভাবে সিনেমার জন্য তিনি চুক্তিবদ্ধ হলেনসোহেল রাজ বলেন, জাকির হোসেন রাজু ভাই অত্যন্ত গুণী একজন নির্মাতা

তার সিনেমা দেখে বড় হয়েছিতার ছবির গানগুলো বরাবরই পছন্দের তালিকায় থাকেবিভিন্ন সময় সেগুলো কভার করেছিএবার সৌভাগ্য হলো তার সিনেমায় গান করারএই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারব নাতিনি এবং ছবির প্রযোজক এফডিসি আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞনিজের জানার পরিধি ও মেধার সর্বোচ্চ দিয়ে ভাল কিছু করার চেষ্টা করে যাচ্ছি এ সিনেমার গানের জন্য

 

বিগ বসের ঘরে নুসরাত!

টলিউডে জোর গুঞ্জন নুসরাত জাহান নাকি এবার বিগ বসের ঘরে থাকছেন! শোনা যাচ্ছে, বিগ বস সংস্থার সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন তিনিপারিশ্রমিক কত নেবেন, তা নিয়েই এখন আলোচনা চালাচ্ছেন টলিউডের এই বিতর্কিত নায়িকাতবে নুসরাত কিন্তু এ ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছেনকেউ কিছু জানতে চাইলে, নুসরাত বিষয়টাই এড়িয়ে যাচ্ছেনকিন্তু টলিপাড়ার গুঞ্জনকর্তাদের কাছে পাক্কা খবর, বিগ বসে এন্ট্রি নেওয়ার জন্য নুসরাত নাকি একেবারে তৈরিবিগ বস মানেই বিতর্কের আখড়াবিগ বসে এন্ট্রি পাওয়ার মূল যোগ্যতাই হলো, আপনাকে হতে হবে বিতর্কিতআর বিগ বসে জিততে হলে, ঘরের ভিতরও রোজই আসতে হবে খবরের শিরোনামেপ্রেম, ব্রেকআপ, বিয়ে, ডিভোর্স, ফের প্রেম, অন্তঃসত্ত্বা, সব ক্ষেত্রেই তুমুল বিতর্ক রয়েছে নুসরাতকে নিয়েতার ওপর ডাকসাইটে সুন্দরীএহেন অভিনেত্রী বিগ বসের নজরে পড়বেন, এটাই তো স্বাভাবিক

 

জমিদার চরিত্রে আখন্দ জাহিদ

আগামী শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে চারুনীড়ম থিয়েটার প্রযোজিত চেখভ ও চেখভকে নিয়ে একসঙ্গে তিনটি নাটক আরশোলা’,  ‘নানা রঙের দিনশরতের মেঘতিনটি নাটকই নিদের্শনা আছেন গাজী রাকায়েতএতে শরতের মেঘনাটকটিতে জমিদার চরিত্রে অভিনয় করছেন আখন্দ জাহিদনাটকটিতে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছেরাশিয়ার নাট্যকার আন্তন পাভলোভিচ চেখভের দ্য বিয়ারঅবলম্বনে শরতের মেঘনাটকটি অনুবাদ করেছেন অজিতেশ বন্দোপাধ্যায়আখন্দ জাহিদ বলেন, এমন একটি নাটকের জমিদার চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য দারুণ অভিজ্ঞতার বলতে পারিআমি চেষ্টা করব চরিত্রটিকে সঠিকভাবে তুলে ধরার জন্য

×