
জাকির হোসেন রাজু
অনুদানের সিনেমার সঙ্গীত পরিচালনায়
বাংলাদেশ সরকারের অনুদানে চলতি বছর দুটি সিনেমা প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তার একটির নাম ‘চাদর’। এ ছবিটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক জাকির হোসেন রাজু।
তিনি জানান, সিনেমাটি জুটি বেঁধে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সাইমন সাদিক ও দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলীকে। গল্পের প্রয়োজনে এ ছবিতে থাকছে বেশ কয়েকটি গান। এ গানগুলো লিখছেন পরিচালক রাজু নিজেই। আর এগুলোতে সুর ও সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেলেন সঙ্গীত পরিচালক সোহেল রাজ। সম্প্রতি এফডিসিতে আনুষ্ঠানিকভাবে সিনেমার জন্য তিনি চুক্তিবদ্ধ হলেন। সোহেল রাজ বলেন, জাকির হোসেন রাজু ভাই অত্যন্ত গুণী একজন নির্মাতা।
তার সিনেমা দেখে বড় হয়েছি। তার ছবির গানগুলো বরাবরই পছন্দের তালিকায় থাকে। বিভিন্ন সময় সেগুলো কভার করেছি। এবার সৌভাগ্য হলো তার সিনেমায় গান করার। এই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারব না। তিনি এবং ছবির প্রযোজক এফডিসি আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। নিজের জানার পরিধি ও মেধার সর্বোচ্চ দিয়ে ভাল কিছু করার চেষ্টা করে যাচ্ছি এ সিনেমার গানের জন্য।
বিগ বসের ঘরে নুসরাত!
টলিউডে জোর গুঞ্জন নুসরাত জাহান নাকি এবার বিগ বসের ঘরে থাকছেন! শোনা যাচ্ছে, বিগ বস সংস্থার সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন তিনি। পারিশ্রমিক কত নেবেন, তা নিয়েই এখন আলোচনা চালাচ্ছেন টলিউডের এই বিতর্কিত নায়িকা। তবে নুসরাত কিন্তু এ ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন। কেউ কিছু জানতে চাইলে, নুসরাত বিষয়টাই এড়িয়ে যাচ্ছেন। কিন্তু টলিপাড়ার গুঞ্জনকর্তাদের কাছে পাক্কা খবর, বিগ বসে এন্ট্রি নেওয়ার জন্য নুসরাত নাকি একেবারে তৈরি। বিগ বস মানেই বিতর্কের আখড়া। বিগ বসে এন্ট্রি পাওয়ার মূল যোগ্যতাই হলো, আপনাকে হতে হবে বিতর্কিত। আর বিগ বসে জিততে হলে, ঘরের ভিতরও রোজই আসতে হবে খবরের শিরোনামে। প্রেম, ব্রেকআপ, বিয়ে, ডিভোর্স, ফের প্রেম, অন্তঃসত্ত্বা, সব ক্ষেত্রেই তুমুল বিতর্ক রয়েছে নুসরাতকে নিয়ে। তার ওপর ডাকসাইটে সুন্দরী। এহেন অভিনেত্রী বিগ বসের নজরে পড়বেন, এটাই তো স্বাভাবিক।
জমিদার চরিত্রে আখন্দ জাহিদ
আগামী শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে চারুনীড়ম থিয়েটার প্রযোজিত চেখভ ও চেখভকে নিয়ে একসঙ্গে তিনটি নাটক ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’। তিনটি নাটকই নিদের্শনা আছেন গাজী রাকায়েত। এতে ‘শরতের মেঘ’ নাটকটিতে জমিদার চরিত্রে অভিনয় করছেন আখন্দ জাহিদ। নাটকটিতে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছে। রাশিয়ার নাট্যকার আন্তন পাভলোভিচ চেখভের ‘দ্য বিয়ার’ অবলম্বনে ‘শরতের মেঘ’ নাটকটি অনুবাদ করেছেন অজিতেশ বন্দোপাধ্যায়। আখন্দ জাহিদ বলেন, এমন একটি নাটকের জমিদার চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য দারুণ অভিজ্ঞতার বলতে পারি। আমি চেষ্টা করব চরিত্রটিকে সঠিকভাবে তুলে ধরার জন্য।