ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

‘স্বাভাবিকভাবে রুমে থাকতে পারছি না’— বানরের আক্রমণ ও সাপ আতঙ্কে দিশেহারা সিকৃবি ছাত্রী হল

আইনুল হক, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সিকৃবি

প্রকাশিত: ০৭:৪৬, ২১ জুলাই ২০২৫; আপডেট: ০৭:৪৮, ২১ জুলাই ২০২৫

‘স্বাভাবিকভাবে রুমে থাকতে পারছি না’— বানরের আক্রমণ ও সাপ আতঙ্কে দিশেহারা সিকৃবি ছাত্রী হল

ছবি- দৈনিক জনকণ্ঠ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রী হলগুলোতে বানরের উপদ্রব অস্বাভাবিক হারে  বেড়ে গিয়েছে, যার ফলে শিক্ষার্থীরা প্রতিনিয়ত আতঙ্কিত থাকছেন এবং আহত হওয়ার ঘটনাও ঘটছে। গত ছয় মাস ধরে একাধিকবার অভিযোগ জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে শিক্ষার্থীদের অভিযোগ।

সর্বশেষ রবিবার (২০ জুলাই) সকালে দুররে সামাদ রহমান হলের কৃষি অনুষদের প্রথম বর্ষের এক ছাত্রী বানরের আক্রমণে আহত হয়েছেন। তিনি জানান, "আমি সকালে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠছিলাম। ডাইনিংয়ের কাছে একটি বানর দেখতে পাই। চশমা না থাকায় স্পষ্ট দেখতে পাইনি এবং ভেবেছিলাম বানরটি আমাকে দেখেনি, তাই দ্রুত ওপরে চলে যাচ্ছিলাম। কিন্তু গণরুমের সামনে আসতেই বানরটি পেছন থেকে লাফিয়ে আমার কাঁধে ওঠে এবং আঁচড় দেয়। আঁচড়ে হাতে গভীর ক্ষত হয়েছে। আমি সঙ্গে সঙ্গে কাঁচের টুকরো থাকা জায়গায় পড়ে যাই এবং হাতে প্রচণ্ড ব্যথা পাই।"

শিক্ষার্থীরা অভিযোগ করে বলছেন, "আমরা ন্যূনতম নিরাপত্তাও পাচ্ছি না। প্রতিবারই প্রশাসন সমাধানের চেষ্টা চলছে বলে আশ্বাস দেয়, কিন্তু বানর ও সাপের আতঙ্কে আমরা স্বাভাবিকভাবে হলে থাকতে পারছি না। এমনকি বাথরুমে যেতেও ভয় লাগে।" তারা আরও অভিযোগ করেন যে, বানরের সমস্যার জন্য গাছপালা কাটার বিষয়টিকে দোষারোপ করা হয়, কিন্তু এর সমাধান বা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বানরের আক্রমণের পর ভ্যাকসিন ও চিকিৎসার জন্যও শিক্ষার্থীদেরকেই ব্যক্তিগতভাবে অর্থ খরচ করে ব্যবস্থা করতে হয়।

শিক্ষার্থীদের এই চলমান সমস্যার বিষয়ে জানতে চাইলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার জানান, "আগামী বুধবার বন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করছি দ্রুত একটি কার্যকর সমাধান খুঁজে বের করা সম্ভব হবে।"

নোভা

×