ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য

প্রফেসর মো. ইকরামুল হক

প্রকাশিত: ১৬:২৮, ২৩ মে ২০২৫; আপডেট: ১৬:৩২, ২৩ মে ২০২৫

বাংলা ভাষা ও সাহিত্য

১।ঢাকের কাঠি’- বাগধারার অর্থ-

) সাহায্যকারী       

) তোষামুদে

) বাদক                  

) স্বাস্থ্যহীন লোক

উত্তর: ) তোষামুদে

২।বাঙ্গালা ভাষার ইতিবৃত্তি’- কার রচনা?

) মুহম্মদ শহীদুল্লাহ্্ 

) মুহম্মদ আবদুল হাই

) মুনীর চৌধুরী      

) মোফাজ্জল হায়দার চৌধুরী

উত্তর: ) মুহম্মদ শহীদুল্লাহ্্

৩।প্রভাবতী সম্ভাষণকার রচনা?

) দেবেন্দ্রনাথ ঠাকুর

) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

) রামমোহন রায়   

) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

উত্তর: ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৪।চতুর্দশপদী কবিতাবলী’- কার রচনা?

) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 

) নবীনচন্দ্র সেন

) মাইকেল মধুসূদন দত্ত   

) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

উত্তর: ) মাইকেল মধুসূদন দত্ত

৫। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?

) বিষের বাঁশি    

) বন্দীর বন্দনা

) দ্বীপের চর   

) রূপসী বাংলা

উত্তর: ) বিষের বাঁশি

৬। কবর নাটক কার রচনা?

) সত্যেন সেন   

) জহির রায়হান

) মুনীর চৌধুরী                

) শহীদুল্লাহ কায়সার

উত্তর: ) মুনীর চৌধুরী

৭।চাঁদের হাট’- অর্থ কী?

) বন্ধুদের সমাগম 

) আত্মীয় সমাগম

) প্রিয়জন সমাগম 

) গণ্যমান্যদের সমাগম

উত্তর: ) আত্মীয় সমাগম

৮।কর্মে যার ক্লান্তি নাই’- এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

) ক্লান্তিহীন      

) অক্লান্ত

) অক্লান্ত কর্মী   

) অবিশ্রাম

উত্তর: ) অক্লান্ত কর্মী

৯। ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?

) দেশী         

) বিদেশী

) ৎসম         

) তদ্ভব

উত্তর: ) ৎসম

১০। নিচের কোনটি অনুজ্ঞা?

) তুমি যাও     

) তুমি গিয়েছিলে

) তুমি যাচ্ছিলে 

) তুমি যাচ্ছ

উত্তর: ) তুমি যাও

১১।যত বড় মুখ নয় তত বড় কথা’- এখানে মুখ বলতে কী বোঝায়?

) অনুভতি                     

) গালি

) প্রত্যঙ্গ                         

) শক্তি

উত্তর: ) শক্তি

১২। কোন বানানটি শুদ্ধ?

) মুমুর্ষু         

) মুমূর্র্ষু

) মূমুর্ষু         

) মূমুর্ষূ

উত্তর: ) মুমূর্র্ষু

১৩।বিরাগীশব্দের অর্থ কী?

) উদাসী       

) প্রতিক

) রাগহীন      

) বিশেষভাবে রুষ্ট

উত্তর: ) উদাসী

১৪।ব্রজবুলি’- বলতে কী বুঝায়?

) ব্রজধামে কথিত ভাষা     

) একরকম কৃত্রিম কবিভাষা

) বাংলা হিন্দির যোগফল     

) মৈথলি ভাষায় একটি উপন্যাস

উত্র: ) একরকম কৃত্রিম কবিভাষা

১৫।সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’- কে বলেছেন?

) Ðীদাস                    

) রামকৃষ্ণ পরমহংস

) বিদ্যাপতি    

) বিবেকানন্দ

উত্তর: ) Ðীদাস

×