ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে কি? 

প্রকাশিত: ০৭:৪০, ১৩ মার্চ ২০২৫

ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে কি? 


শায়ক আহমাদুল্লাহ বলেন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। আল্লাহর নাম না নিলে সে কাজটা অপূর্ণাঙ্গ থাকবে এ কারণে বা যে কোনো কাজের পূর্বে আল্লাহর নাম নিতে হবে। বিসমিল্লাহ বললে রোগে বরকত হবে কথাটি এমন নয় বরং বিসমিল্লাহ বললে ওষুধে বরকত হবে। বিসমিল্লাহ বলা মানে ওষুধে বরকত আর ওষুধে বরকত হরমোনি রোগ ভালো হওয়া।

সাজিদ

×