ঢাকা, বাংলাদেশ   রোববার ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

ইরান ফিরছে ভয়ংকর পরমাণু মিশনে? শঙ্কায় বিশ্ব নেতৃত্ব!

প্রকাশিত: ০৯:৪২, ২৯ জুন ২০২৫

ইরান ফিরছে ভয়ংকর পরমাণু মিশনে? শঙ্কায় বিশ্ব নেতৃত্ব!

সংগৃহীত

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আবারও উত্তেজনা ছড়িয়েছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) প্রধান সম্প্রতি সতর্ক করে বলেছেন ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে ফিরছে, আর তা হতে পারে মাত্র কয়েক মাসের মধ্যেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ‘গভীর ও গুরুতর’, তবে বিস্তারিত এখনও অজানা। তবে বিশ্লেষকদের মতে, ইরান যদি দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে, তাহলে তারা পুনরায় পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতার দিকে এগিয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের একটি বড় অংশ আশঙ্কায় রয়েছে। ইসরায়েলের সাথে চলমান অস্থিরতা ও গাজায় চলমান যুদ্ধবিরতি ভঙ্গের সম্ভাবনার মধ্যেই এমন ঘোষণা পশ্চিমা জোটকেও নতুন করে চাপে ফেলেছে।

বিশ্বের পরাশক্তিরা এখন নতুন করে আলোচনা ও চুক্তির তাগিদ দিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাইছে ইরান যেন পরমাণু কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখে। কিন্তু মধ্যপ্রাচ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে, তাতে এই আশঙ্কা অমূলক নয় যে, ইরান হয়ত আরেকটি শক্তি-দানব হয়ে উঠছে!

ইরান যদি আবারও পরমাণু কর্মসূচিতে গতি আনে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বই পড়তে পারে এক অজানা পরিণতির মুখে।

বিশ্ব রাজনীতির এই টানাপোড়েনে মুসলিম জনগণের নিরাপত্তা ও শান্তি যেন বলি না হয়, সে কামনা সকলের।

হ্যাপী

×