ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সুখবর, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন তোলা শুরু কাল

প্রকাশিত: ২০:৩১, ৩ ডিসেম্বর ২০২৩

সুখবর, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন তোলা শুরু কাল

চেক। প্রতীকী ছবি

কাল সোমবার (৪ ডিসেম্বর) থেকে গত নভেম্বর মাসে এমপিওভুক্ত হওয়া বিভিন্ন বেসরকারি মাদরাসার ৪ হাজার ৩৯৪ জন শিক্ষক ও কর্মচারী প্রথম মাসের বেতন-ভাতা তুলতে পারবেন। নতুন শিক্ষকদের বেশিরভাগই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছিলেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার গণমাধ্যমকে জানান, নভেম্বর মাসের এমপিওর আবেদন যাচাই বাছাই করে ৪ হাজার ৩৯৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন এমপিওভুক্তদের মধ্যে ৪ হাজার ১৭১ জন শিক্ষক-প্রভাষক ও ২৩৩ জন কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী।

বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ১০২টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। মাদরাসার শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া হিসেবে অনুযায়ী, এসব মাদরাসার ১ লাখ ৩৫ হাজার ৯৯৭ জন শিক্ষক ও ৩৯ হাজার ৪০৫ জন কর্মচারী এমপিও সুবিধা পাচ্ছেন। 

গত বৃহস্পতিবার মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। নভেম্বর মাসের বেতনভাতা বাবদ ৪০৪ কোটি ৩২ লাখ টাকা পাবেন ১ লাখ ৭৫ হাজার ৪০২ জন শিক্ষক-কর্মচারী। আগামীকাল সোমবার থেকে তারা এমপিওর টাকা তুলতে পারবেন।

 

এবি

×