
এনটিআরসিএ লোগো।
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন ৩২ হাজার শিক্ষকপ্রার্থী। এর মধ্যে প্রায় ২৮ হাজার প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে অনলাইনে জমা দিয়েছেন।
পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে তাদের চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে এনটিআরসিএ।
আরও পড়ুন :দেশে ফিরেই শেখ হাসিনাকে ফ্রান্সের প্রেসিডেন্টের ধন্যবাদ
এদিকে সাকিকুন নাহার নামে এক প্রার্থীর রিটের কারণে নিয়োগ কার্যক্রমের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন আদালত। জটিলতা নিরসনের পথ খোঁজা হচ্ছে জানা গেছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত সুপারিশ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সলিসিটারের মতামত চাওয়া হয়েছে। একই সাথে চেম্বার কোর্টে রিটের শুনানি করার চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান।
তিনি জানান, চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে আইনি জটিলতা রয়েছে।এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
এমএম