
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (২০ আগস্ট) জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ থাকায় ৫ হাজার শ্রমিক কর্মহীন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে শাখা ছাত্রলীগ।
তবে একাধিক সূত্র থেকে জানা যায়, গত ১৪ আগস্ট রাতে দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবরে অব্যাহতিকৃত এসব নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন।
অব্যাহতিপ্রাপ্ত নেতাকর্মীরা হলেন- মো. মাসুম বিল্লা (১১ ব্যাচ, চারুকলা বিভাগ), শফিকুল ইসলাম আপন (১২ ব্যাচ), আফিয়া আক্তার (১৪ ব্যাচ, বাংলা বিভাগ), হাসান ইসলাম সান (১৫ ব্যাচ, দর্শন বিভাগ), জারিফ তাজওয়ার, (সহ-সভাপতি, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগ), মো. ইশা (সভাপতি, হিসাব বিজ্ঞান বিভাগ ছাত্রলীগ।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম ফরাজি বলেন, ‘অব্যাহতি পাওয়া ছয় জনের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও তাদের আদর্শগত অনেক সমস্যা রয়েছে। যে কারণেই তাদের দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমরা সংগঠনে শৃঙ্খলা রক্ষার স্বার্থে ভবিষ্যতে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়গুলোতে আমরা কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবো।’
এম হাসান