ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গুচ্ছের এ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪৩.৩৫ শতাংশ

জবি সংবাদদাতা 

প্রকাশিত: ১০:১৮, ৭ জুন ২০২৩

গুচ্ছের এ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪৩.৩৫ শতাংশ

ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। ছবি: জনকণ্ঠ

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৪৩.৩৫ শতাংশ শিক্ষার্থী। মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টায় এ ফল প্রকাশ করা হয়েছে।

এ ইউনিট ( বিজ্ঞান) ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ৩২২ জন ভর্তিচ্ছু। এতে সর্বোচ্চ ৮৬.৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন শাহরিয়ার আলম পাটোয়ারী। তার পরীক্ষার কেন্দ্র ছিল সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।অন্যদিকে সর্বনিম্ন নম্বর পেয়েছে মাইনাস ১৩ দশমিক ২৫। তবে তার নাম ও পরিচয় প্রকাশ করেনি পরীক্ষা কমিটি।

এবার গুচ্ছ এ ইউনিট মোট আবেদন করেছেন ১ লাখ ৬৬ হাজার ৪৩৪ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ লাখ ৫৭ হাজার ৬২৯ জন, অনুপস্থিত ছিলেন ৯৩০৪ জন। 

এ ইউনিটে ৮৫ এর উপরে নম্বর পেয়েছে ৫ জন, ৮০ নম্বরের উপরে পেয়েছে ৪০ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছে ১৮৫ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছে ৫৬১ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছে ১৪৭৭ জন, ৬০ নম্বরের উপরে পেয়েছে ৩৭২৯ জন, ৫৫ নম্বরের উপরে পেয়েছে ৭৯১০ জন, ৫০ নম্বরের উপরে পেয়েছে ১৪৬৭১ জন, ৪৫ নম্বরের উপরে পেয়েছে ২৪৩২২ জন, ৪০ নম্বরের উপরে পেয়েছে ৩৬৯৯২ জন, ৩৫ নম্বরের উপরে পেয়েছে ৫১৮৭৫ জন এবং পাস মার্ক ৩০ এর উপরে পেয়েছে ৬৮৩২২ জন। 

এছাড়া এবারের এ ইউনিটের ৮৮ জন শিক্ষার্থীর পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে। গুচ্ছের ফলাফল gstadmission.ac.bd ওয়েবসাইটে দেখা যাবে।

এসআর

×