ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বুয়েটে বায়োমেডিকেল বিভাগে অত্যাধুনিক ল্যাব

প্রকাশিত: ১৭:৪৩, ২৪ মার্চ ২০২৩

বুয়েটে বায়োমেডিকেল বিভাগে অত্যাধুনিক ল্যাব

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে অত্যাধুনিক সুবিধাসমৃদ্ধ বায়োমেডিকেল ল্যাব উদ্বোধন করা হয়েছে। 

সম্প্রতি বুয়েটের ইসিই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে লাইট, ইলেকট্রন ও এক্স-রে মাইক্রোস্কোপ সরবরাহকারী আন্তর্জাতিক টেকনোলজি প্রতিষ্ঠান ‘জেইস’র সহযোগিতায় এ ল্যাবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান, বায়ো মেডিকেশন বিভাগের প্রধান ড. মো. তারিক আরাফাত, অনুষ্ঠানে জেইস গ্রুপের সার্ক অঞ্চলের রিজিওনাল হেড বিকাশ সাক্সেনা।
 

এমএম

×