ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বিষয় : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় : দ্বিতীয় (বাংলাদেশ ও বিশ্বসভ্যতা)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শ্যামল কুমার দত্ত

প্রকাশিত: ০০:৫১, ২৭ নভেম্বর ২০২২

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

-

সিনিয়র শিক্ষক (অব.)
গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা

i) সঠিক উত্তরটি জেনে নেই :
১। কত বছর আগে মহাস্থানগড় নগরটি গড়ে উঠেছিল?
ক) প্রায় ২৪০০    খ) প্রায় ২৬০০
গ) প্রায় ২৫০০    ঘ) প্রায় ২৭০০
উত্তর : ক) প্রায় ২৪০০
২। মহাস্থানগড় কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
ক) পদ্মা     খ) মেঘনা
গ) যমুনা    ঘ) করতোয়া
উত্তর : ঘ) করতোয়া
৩। মহাস্থানগড়ের পূর্ব নাম কি?
ক) সমতট    খ) হরিকেল
গ) পু-্রনগর    ঘ) সোনারগাঁও
উত্তর : পুন্ড্রনগর
৪। কোন নগর সভ্যতা মাটির নিচে চাপা পড়ে ঢিপি ও জঙ্গলে পরিণত হয়?
ক) পুন্ড্রনগর    খ) পাহাড়পুর
গ) ময়নামতি    ঘ) উয়ারী-বটেশ্বর
উত্তর : ক) পুন্ড্রনগর
৫। আলেকজান্ডার ক্যানিংহাম কে ছিলেন?
ক) প্রত্নতাত্ত্বিক    খ) সমাজবিজ্ঞানী
গ) প্রকৌশলী    ঘ) নৃবিজ্ঞানী
উত্তর : ক) প্রত্নতাত্ত্বিক
৬। মহাস্থানগড় কত মিটার উঁচু দুর্গপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল?
ক) ২-৬    খ) ৩-৭
গ) ৪-৮    ঘ) ৫-১০
উত্তর : ঘ) ৫-১০
৭। মহাস্থানগড়ের নগরকেন্দ্রটি উত্তর-দক্ষিণে কত মিটার?
ক) ১৫২৩    খ) ১৫২৪
গ) ১৫২৫    ঘ) ১৫২৬
উত্তর : ক) ১৫২৩
৮। মহাস্থানগড়ের নগরকেন্দ্রটি পূর্ব-পশ্চিমে কত মিটার?
ক) ১৩৬৮    খ) ১৩৬৯
গ) ১৩৭০    ঘ) ১৩৭১
উত্তর : ঘ) ১৩৭১
৯। কোন শাসক পুন্ড্রনগর শাসন করেছেন?
ক) স¤্রাট শাহজাহান    খ) রাজা গোপাল
গ) স¤্রাট চন্দ্রগুপ্ত    ঘ) স¤্রাট অশোক
উত্তর : ঘ) স¤্রাট অশোক
১০। কোনটি পুন্ড্রবর্ধনের রাজধানী শহর ছিল?
ক) পুন্ড্রনগর    খ) হরিকেল
গ) সমতট    ঘ) ময়নামতি
উত্তর : ক) পুন্ড্রনগর
১১। কত শতকে হিউয়েন সাঙ পুন্ড্রনগর পরিদর্শন করেন?
ক) পঞ্চম    খ) ষষ্ঠ
গ) সপ্তম    ঘ) অষ্টম
উত্তর : গ) সপ্তম
১২। হিউয়েন সাং পুন্ড্রনগর এলাকায় কয়টি বৌদ্ধবিহার দেখেছিলেন?
ক) ২০    খ) ১৯
গ) ১৮                 ঘ) ১৭
উত্তর : ক) ২০
১৩। মিশরীয় সভ্যতা কত বছর পূর্বে গড়ে উঠেছিল?
ক) প্রায় ২০০০    খ) প্রায় ৩০০০
গ) প্রায় ৪০০০    ঘ) প্রায় ৫০০০
উত্তর : ঘ) প্রায় ৫০০০
১৪। মিশরীয় সভ্যতা কোন নদের তীরে গড়ে উঠেছিল?
ক) সিন্ধু    খ) নীল
গ) ব্রহ্মপুত্র    ঘ) কপোতাক্ষ
উত্তর : খ) নীল
১৫। মহাস্থানগড় থেকে গোকুল মেধ কত কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থিত?
ক) ২    খ) ৪
গ) ৬    ঘ) ৮
উত্তর : ক) ২
১৬। গোবিন্দ ভিটা কোন প্রাচীন নগর সভ্যতার নিদর্শন?
ক) পাহাড়পুর    খ) গ্রিক
গ) রোমান    ঘ) মহাস্থানগড়
উত্তর : ঘ) মহাস্থানগড়
১৭। মিশরীয় সভ্যতায় রাজাদের কী বলা হতো?
ক) ফারাও    খ) শাসক
গ) মন্ত্রী    ঘ) ত্রাণকর্তা
উত্তর : ক) ফারাও
রর) ছোট প্রশ্নগুলোর উত্তর জেনে নেই :
১। আলেকজান্ডার কানিংহাম কত সালে মহাস্থানগড়ে জরিপ পরিচালনা করেন?
উত্তর :  আলেকজান্ডার কানিংহাম ১৮৭৯ সালে মহাস্থানগড়ে জরিপ পরিচালনা করেন।
২। স¤্রাট অশোক কোন যুগের শাসক ছিলেন?
উত্তর : স¤্রাট অশোক মৌর্য যুগের শাসক ছিলেন?
৩। গোবিন্দ ভিটা কী?
উত্তর : গোবিন্দ ভিটা হলো মহাস্থানগড়ের দুর্গনগর সংলগ্ন একটি স্থান, যেখানে মন্দির আবিষ্কৃত হয়।
৪। গোকুল মেধ কী?
উত্তর : গোকুল মেধ হলো মহাস্থানগড় থেকে ২ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি স্থান, যেখানে মন্দির আবিষ্কৃত হয়।
৫। হিউয়েন সাঙ কে ছিলেন?
উত্তর : হিউয়েন সাঙ ছিলেন চীন দেশের বিখ্যাত পরিব্রাজক ও ধর্মযাজক।
৬। ইরানের প্রাচীন নাম কি?
উত্তর : ইরানের প্রাচীন নাম পারস্য।
৭। হায়ারোগ্লিফিক লিপি কী?
উত্তর : প্রাচীন মিশরীয় সভ্যতার সময় ব্যবহৃত ছবির মতো দেখতে একধরনের লিপিকে হায়ারোগ্লিফিক লিপি বলে।
৮। কারা যোদ্ধা জাতি ছিল?
উত্তর : রোমানরা যোদ্ধা জাতি ছিল।
৯। প্রাচীন নগর সভ্যতায় কারা একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল?
উত্তর : প্রাচীন নগর সভ্যতায় চীনারা একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল।
১০। রোমে সা¤্রাজ্য বিস্তার করেছিলেন কারা?
উত্তর : রোমে সা¤্রাজ্য বিস্তার করেছিলেন জুলিয়াস সিজার ও অগাস্টার সিজার।
ররর) বড় প্রশ্নগুলোর উত্তর জেনে নেই :
১। ‘অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল উয়ারী-বটেশ্বর’- ব্যাখ্যা কর।
উত্তর : উয়ারী-বটেশ্বরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল। উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা এবং দৃষ্টিনন্দন বাটখারা আর্থিক ও বাণিজ্যিক রাজকার্যের পরিচায়ক। এছাড়া সেখানে পাওয়া ব্রোঞ্জ নির্মিত পাত্র উয়ারী-বটেশ্বরের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক সম্পর্কের কথা বলে। তাই বলা যায়, উয়ারী-বটেশ্বর ছিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
২। মেসোপটেমিয়ার সবগুলো সভ্যতাই বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছিল- ব্যাখ্যা কর।
উত্তর : মেসোপটেমিয়ায় অনেক সভ্যতা গড়ে উঠেছিল। মেসোপটেমিয়ায় সভ্যতাগুলোর মধ্যে পুরাতন ব্যাবিলন যুগের রাজা হাম্বুরাবি আইন সংকলন তৈরি করেছিলেন। এশিরীয়রা যুদ্ধবিদ্যায় খুবই পারদর্শী ছিল। নতুন ব্যাবিলনে তৈরি হয়েছিল বিখ্যাত শূন্য উদ্যান। এছাড়াও দালানকোঠা নির্মাণ, ভাস্কর্য তৈরি, বিজ্ঞান চর্চা প্রভৃতি নানা ক্ষেত্রে মেসোপটেমীয় সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

×